বিরাট ঘোষণা রাজ্যের! এক ধাক্কায় ২৭ হাজার টাকা বাড়ল সরকারি শিক্ষকদের বেতন! কারা পাবেন?

Published : May 13, 2025, 03:37 PM IST

ঘণ্টাপ্রতি বেতন ৩৭৫ টাকায় বৃদ্ধি করে সরকারি নির্দেশ জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এখন এই শিক্ষকরা সর্বোচ্চ ২৭,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।  

PREV
110

রাজ্যের সরকারি শিক্ষকদের জন্য দারুণ সুখবর! বেতন বাড়তে চলেছে তাঁদের।

210

রাজ্যের শিক্ষা ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর উদ্যোগে বেতন বৃদ্ধির সরকারি নির্দেশ সোমবার জারি করা হয়েছে। ঘণ্টাপ্রতি ১৫০ টাকা থেকে ৩৭৫ টাকায় বৃদ্ধি করা হয়েছে। 

410

বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারির পর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। অনেকদিন থেকেই বেতন বৃদ্ধির দাবি ছিল।

510

অবশেষে তাঁদের দাবিতে মান্যতা দিল রাজ্য সরকার। তাহলে কি জুন মাসের বেতন থেকেই অতিরিক্ত টাকা পাবেন এই সরকারি শিক্ষকরা!

610

রাজ্যের ৪৭৫টি সরকারি জুনিয়র কলেজের ১১৭৭ জন গেস্ট লেকচারার এই বৃদ্ধির সুবিধা পাবেন। এতদিন গেস্ট লেকচারাররা মাসিক সর্বোচ্চ ১০,০০০ টাকা পেতেন। 

710

গত কয়েক বছর ধরে গেস্ট লেকচারাররা তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। জুনিয়র কলেজগুলিতে কর্মরত গেস্ট লেকচারারদের জন্য সুখবর দিয়েছে। 

810

অন্ধ্রপ্রদেশে গেস্ট লেকচারার হিসেবে কাজ করার জন্য স্নাতকোত্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

910

এপিসেট, ইউজিসি নেট বা পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হয়। সাক্ষাৎকার এবং ডেমো লেকচারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।

1010

সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ওয়েবসাইটের মাধ্যমে গেস্ট লেকচারার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।

click me!

Recommended Stories