DA hike: লটারি লাগল রাজ্য সরকারি কর্মীদের, ৫৫% মহার্ঘ ভাতার সঙ্গে ঘোষণা বোনাসও
DA Update: এই রাজ্যের সরকার সরকারি কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সদ্য রাজ্য সরকার ঘোষণা করেছে এবার ২% হারে ডিএ বৃদ্ধি করেছে। যাতে খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মীদের।

লটারি লাগল সরকারি কর্মীদের
রাজ্য সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত খবর। এবার লটারি লাগল প্রত্যেক সরকারি কর্মীদের।
ডিএ বৃদ্ধি
এবার এই রাজ্যের সরকার সরকারি কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে।
কতটা বৃদ্ধি
সদ্য রাজ্য সরকার ঘোষণা করেছে এবার ২% হারে ডিএ বৃদ্ধি করেছে। যাতে খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মীদের।
এখন থেকে ডিএ
এই রাজ্যের সরকারি কর্মীরা এখন থেকে ৫৫% হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাবেন।
উপকৃতের সংখ্যা
রাজ্য সরকারের এই ঘোষণায় উপকৃত হচ্ছেন রাজ্যের প্রায়১৬ লক্ষ সরকারি কর্মী। উপকৃত হবেন রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও।
কার্যকর
২% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হবে জানুয়ারি মাস থেকেই। তবে এখানেই শেষ নয়। রাজ্য সরকারি কর্মীদের লটারি লাগল বলেও দাবি করছেন অনেকে।
উৎসব অগ্রিম
একই সঙ্গে উৎসব অগ্রিম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এবার থেকে ২০০০০ টাকা করে উৎসব অগ্রিম দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
কোন রাজ্য সরকারের পদক্ষেপ?
সম্প্রতি তামিলনাড়ু সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। পাশপাশি উৎসবের জন্য অগ্রিম দেওয়ার কথাও ঘোষণা করেছে
বাড়াল মাতৃত্বকালীন ছুটি
মহিলা রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। ২০২১ সালে জুলাই মাসে মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৯ মাস করা হয়েছিল। এবার সেখানে থেকে বাড়িয়ে এক বছর করা হয়েছে।
নিয়ম
এটি প্রোবেশনের সময়ের মধ্যে এখন থেকে গণ্য করা হবে। সেই সঙ্গেই ১৫ দিনের ‘আর্নড লিভে’র বদলে টাকা পাওয়ার বিষয়টিও ফের চালু করা হচ্ছে
মুখ্যমন্ত্রীর ঘোষণা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই ঘোষণা করেছেন। তাতে খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে।
বাংলার ডিএ
এপ্রিল মাসেই নতুন ঘোষণা অনুযায়ী বাংলার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়েছে। বাজেটে বাংলার সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল।

