শুরু হতে চলেছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং, তারিখ ঘোষণা করে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

শনিবার অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস আয়োজিত 'প্রি-কাউন্সেলিং ফেয়ার' অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্য জয়েন্ট বোর্ডের নতুন দায়িত্বে আসা সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। যোগ দেন বোর্ডের চেয়ারম্যানও।

Parna Sengupta | Published : Jul 7, 2024 5:55 AM IST

শুরু হতে চলেছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং। এই খবর দিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৬টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় পড়াশোনার সুযোগ মিলবে। ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন স্ট্রিম ছাড়াও আর্কিটেকচার নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন রাজ্য জয়েন্টে সফল হওয়া পরীক্ষার্থীরা।

শনিবার অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস আয়োজিত 'প্রি-কাউন্সেলিং ফেয়ার' অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্য জয়েন্ট বোর্ডের নতুন দায়িত্বে আসা সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। যোগ দেন বোর্ডের চেয়ারম্যানও। জানা গিয়েছে আগামী সপ্তাহ অর্থাৎ ১০ জুলাই থেকে শুরু হবে অনলাইন কাউন্সেলিং। চলবে ৫ আগস্ট পর্যন্ত। ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী এ রাজ্যের সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি নেওয়া হবে সফল পরীক্ষার্থীদের। জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে মোট আসন সংখ্যা ৩৫ হাজার।

Latest Videos

১০ জুলাই থেকে অনলাইন কাউন্সেলিংয়ে অংশ নিতে হলে মেধাতালিকায় থাকা পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে নিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। তার পরই কাউন্সেলিংয়ে যোগ দেওয়া যাবে। যাদের নাম মেধাতালিকায় রয়েছে, তারাই অংশ নিতে পারবে। কাউন্সেলিংয়ে যোগ দিলেই বোঝা যাবে, পছন্দের কলেজে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পাবে কি না। মোট ৬০ টি শাখায় পড়ার সুযোগ পাওয়া যাবে।

উল্লেখ্য, জয়েন্টের পরীক্ষা হয়েছিল এপ্রিলে, জুনের শুরুর দিকেই ফল প্রকাশিত হয়। কিন্তু কাউন্সেলিং শুরু হতে হতে জুলাই গড়াল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে কাউন্সেলিংয়ের নতুন দিনক্ষণ ঘোষণা করা হল। শনিবার নেতাজি ইন্ডোরে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস-এর এক অনুষ্ঠানে ঘোষণা করলেন জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

তীব্র চাঞ্চল্য Jaynagar-এ! প্রকাশ্যে MP-কে জুতো দেখিয়ে চলে Kultali-র জনসাধারণের প্রতিবাদ! | Jaynagar
ধর্মতলায় অস্থায়ী তিলোত্তমা মঞ্চ ঘিরে উত্তেজনা তুঙ্গে! ১২ ঘণ্টা পরও নীরব প্রশাসন! | RG Kar Protest
জয়নগরের রাক্ষসটা শেষ করেদিল মেয়েটাকে! ৭ দিনের পুলিশি হেফাজত | Jaynagar News | Bangla News |
কুলতলির ঘটনায় গ্রেফতার ১, ঘটনাস্থলে আসেন ডি আই জি আকাশ মাঘারিয়া | Kultali Incident
'কেন নেননি FIR ?' জয়নগরের কুলতলি গিয়ে পুলিশকে প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul | Kultali News