সুবর্ণ সুযোগ দেশের যুব সমাজের সামনে।
আপনি যদি কখনও ভারতের সবচেয়ে সম্মানিত স্বয়ংচালিত কোম্পানিগুলির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে টাটা ফ্রী ইন্টার্নশিপ বা Tata Free Internship একেবারে উপযুক্ত একটি সুযোগ হতে পারে।
টাটা গ্রুপের তরফ থেকে স্নাতকোত্তর শিক্ষার্থীদের ফ্রীতে কনসাল্টেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। এখানে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। সেইসঙ্গে, ট্রেনিং চলাকালীন প্রার্থীদের ২০ হাজার করে স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
জেনে নিন বিশদেঃ
নিয়োগকারী সংস্থাঃ টাটা গ্রুপ
পদের নাম ঃ ইন্টার্নশিপ
বেতনঃ ২০,০০০/- টাকা
যোগ্যতাঃ গ্রাজুয়েট
আবেদনের শেষ তারিখঃ জানানো হবে
প্রসঙ্গত, ভরতের সর্ববৃহৎ কনগ্লোমারেট কোম্পানির হল টাটা গ্রুপ। যার প্রধান কার্যালয় মুম্বইতে। এটি ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত হয়, এবং ১৫০ টিরও বেশি দেশে পণ্য এবং সেবা প্রদান করে থাকে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে টাটা গ্রুপের তরফ থেকে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েট হতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে।
এছাড়াও ITI (ইলেকট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ মেকানিক্যাল/ অটোমোবাই) যে সমস্ত প্রার্থীরা এখানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে, তাদেরকে প্রতিমাসে টাটা গ্রুপের তরফ থেকে ২০,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। মোট ছয় মাসের ইন্টার্নশিপ ট্রেনিং করানো হবে। ভারতের বিভিন্ন জায়গায় এই ইন্টার্নশিপ ট্রেনিং হবে। মূলত আহমেদাবাদ, দেরাদুন, পুনে, সুরাট, অমরাবতী, নৈনিতাল, নাগপুর এবং নাশিক, এই সমস্ত জায়গাগুলিতে ইন্টার্নশিপ করানো হবে।
যে সমস্ত প্রার্থীরা এইখানে আবেদন করবেন, তাদের জন্য কিছু দায়িত্ব দেওয়া রয়েছে।
সেগুলি হলঃ
১. শিক্ষার্থীদের অনলাইন কোর্সে ভর্তি হতে হবে।
২. শিক্ষার্থীদের সময়মতো মডেলগুলিকে শেষ কতে হবে।
৩. শিক্ষার্থীদের BMS কোর্স সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে সেই সম্পর্কে তাদেরকে সাহায্য করতে হবে।
৪. সময়মতো যোগাযোগের জন্য নির্দিষ্ট একটি চ্যানেল তৈরি করতে হবে এবং দৈনিক প্রতিবেদন শেয়ার করতে হবে।
৫. ITI থেকে ডেটা সংগ্রহের জন্য শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে।
৬. ডেটাগুলি সঠিকভাবে LMS-এ আপলোড হয়েছে কিনা, সেগুলিও দেখতে হবে।
৭. অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগের ব্র্যান্ডিং ও যোগাযোগের দিকগুলিলেও খেয়াল রাখতে হবে।
আবেদন করার জন্য সবার আগে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে। আপনারা সরাসরি সেখান থেকে এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এরপর আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় নিজের সমস্ত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্কঃ https://www.tata.com/careers/programs/tata-global-internships