ফ্রেশারদের জন্য দারুণ খবর! ৪২,০০০ জন কর্মী নিয়োগ করবে TCS, বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা অব্যাহত

Published : Apr 11, 2025, 08:41 AM ISTUpdated : Apr 11, 2025, 08:52 AM IST
Ratan Tata's TCS loses

সংক্ষিপ্ত

TCS অর্থবছর ২০২৬-এ ৪২,০০০ ফ্রেশার নিয়োগ করবে। ২০২৫-এর শেষে TCS-এ কর্মী সংখ্যা ছিল ৬.০৭,৯৭৯ জন। এই নিয়োগ সংখ্যা একই থাকবে কিংবা কিছুটা বাড়তে পারে।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার কাজের সুযোগ মিলবে নামী আইটি সংস্থায়। আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) অর্থবছর ২৬-এ বিপুল কর্মী নিয়োগ করবে। প্রায় ৪২ হাজার ফ্রেশার নেমে TCS। অর্থবছর ২৫-র শেষে TCS-এ কর্মী সংখ্যা ছিল ৬.০৭,৯৭৯ জন। চতুর্থ ত্রৈমাসিকের কোম্পানিতে ৬২৫ জন কর্মী যোগ দিয়েছে। এবার ফ্রেশার নিয়োগ করবে এই সংস্থা।

সংস্থার প্রধান হিউম্যান রিসোর্স অফিসার (CHRO) মিলিন্দ লাক্কাদ বলেছেন, আমরা অর্থবছর ২০২৫- এ ৪২ হাজার ফ্রেশার নিয়োগ করেছি। ২০২৬-এ এই নিয়োগ সংখ্যা একই থাকবে কিংবা কিছুটা বাডডতে পাবে। বেতন বৃদ্ধির বিষয়টি অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশ বিবেচনা করা আমরা সিদ্ধান্ত নেব। তিনি আরও বলেন যে, কোম্পানি ক্যাম্পাস থেকে নিয়োগ করে থাকলেও সর্বমোট সংযোজন সামগ্রিক ব্যবসায়িক পরিেস ও দক্ষতার ওপর নির্ভর করবে।

এই আইটি সংস্থা নতুন প্রযুক্তিগত দক্ষতার জন্য কর্মী নিয়োগের দিকে নজর দিচ্ছে। এই দেশের বিভিন্ন রাজ্য তো বটেই সঙ্গে আন্তর্জাতিক অঞ্চল থেকেও হতে পারে নিয়োগ। TCS কোম্পানির নিয়োগের ওপর AI প্রভাব ফেলতে পারেনি বলে জানা যাচ্ছে।

এদিকে চতুর্থ ত্রৈমাসিকে (TCS) থেকে কর্মী ছাঁটাইয়ের হার গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ১৩ শতাংশ থেকে বেড়ে ১৩.৩ শতাংশ হয়েছে। তবে, সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ত্রৈমাসিক বার্ষিক কর্মী ছাঁটাইয়ের হার ১৩০ বেসিস পয়েন্ট কমেছে।

এদিকে টিসিএস তাদের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করেছে। যা এপ্রিল মাসের শুরু হওয়ার কথা ছিল। চলতে থাকা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান মার্কিন শুল্ক এর কারণ। তবে, সংস্থার পক্ষ থেকে একটি সম্মেলনে বলা হয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হলে আর্থিক বছরের শেষ দিকে বেতন বৃদ্ধি হবে।

সে যাই হোক, আপাতত কর্মী নিয়োগ করতে টিসিএস। চলতি বছরেই হবে নিয়োগ। প্রায় ৪২ হাজার ফ্রেশার নিয়োগ করবে এই বিখ্যাত আইটি সংস্থা টিসিএস (TCS)। 

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য