দশম ও দ্বাদশ শ্রেণী নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নয়া নিয়ম চালু

পড়ুয়াদের উপর থেকে পড়াশোনার চাপ কমাতে নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পরিকল্পনা অনুসারে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বছরে দু'বার করে হবে বোর্ড পরীক্ষা। তাতে বিশেষ সুবিধা পেতে পারে ছাত্র ছাত্রীরা। জেনে নিন বিস্তারিত।

Parna Sengupta | Published : Feb 22, 2024 7:57 AM IST
17

কেন্দ্র সরকারের সিদ্ধান্তে একটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু হতে চলেছে পড়ুয়াদের জন্য। জানা গিয়েছে আগামী দিনে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বছরে দু'বার বোর্ড পরীক্ষায় বসার সুযোগ পাবে।

27

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতিতে বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা বলা হয়েছিল। সেই প্রস্তাব অনুসরণ করেই বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা ভাবা হচ্ছে।

37

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন পড়ুয়ারা যাতে অ্যাকাডেমিক ভাবে এগিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ পায়, তাই দশম এবং দ্বাদশ শ্রেণি, উভয় ক্ষেত্রেই দুই দফায় বোর্ড পরীক্ষা হতে পারে। বছরে দু'বার বোর্ড পরীক্ষা হলে এই দুই পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় পড়ুয়ারা বেশি নম্বর পাবে, সেটাকেই প্রাপ্ত নম্বর হিসাবে ধরা হবে।

47

তবে জানানো হয়েছে অবশ্য সমস্ত পরীক্ষার্থীর জন্যই নতুন ব্যবস্থা বাধ্যতামূলক নয়। অর্থাত্‍, দু'বারই পরীক্ষা দিতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা থাকবে না।

57

নয়া পদ্ধতিতে কোনও পড়ুয়া যদি মনে করে যে সে পুরোপুরিভাবে তৈরি আছে আর প্রথম পরীক্ষায় যে নম্বর তুলেছে, সেটাই ঠিক আছে তবে তার আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরকার নেই।

67

কেন্দ্রের এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 'গত বছরের আগস্ট মাসে শিক্ষা মন্ত্রকের দ্বারা ঘোষিত নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুসারে, শিক্ষার্থীদের ভালো করার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ নিশ্চিত করতেই বছরে অন্তত দু'বার বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে।

77

পড়ুয়ারা যাতে এটা না ভাবেন যে তাদের একটা বছর নষ্ট হয়ে যাবে, তার জন্যেই দু'বার বোর্ড পরীক্ষার কথা ভাবা হচ্ছে। এতে পড়ুয়াদের কাছে সুযোগও বাড়বে। একটা পরীক্ষা খারাপ হলেও পরের পরীক্ষায় তা শুধরে নিতে পারবেন তাঁরা।'

Share this Photo Gallery
click me!

Latest Videos