পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে বড় নিয়োগ! রয়েছে একাধিক শূন্যপদ, এক্ষুনি আবেদন করুন

Published : Jul 14, 2024, 09:49 AM IST
WB State Govt job Recruitment

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে বড় নিয়োগ! রয়েছে একাধিক শূন্যপদ, এক্ষুনি আবেদন করুন

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে বড় নিয়োগ। একাধিক শূন্যপদে নিয়োগ। ইতিমধ্যেই এই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজ়িজ় কন্ট্রোল প্রোগ্রাম (এনভিপিডিসিপি)-এর জন্য এই নিয়োগ চলছে।

আগামী ১৫ জুলাই থেকে চলবে নিয়োগ প্রক্রিয়া। ম্যানেজার-এনভিপিডিসিপি (ট্রেনিং), স্টেট প্রোগ্রাম ম্যানেজার-এনভিপিডিসিপি এবং স্টেট কোঅর্ডিনেটর-এনভিপিডিসিপি (প্রোকিওরমেন্ট অ্যান্ড সাপ্লাই) পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা -তিন বলে জানা গিয়েছে।

প্রার্থীদের বয়স ২১ থেকে ৬৭ বছরের মধ্যে হতে পারে বলে জানা গিয়েছে। নিযুক্তদের পারিশ্রমিক ৩৮ হাজার টাকা থেকে শুরু করে ৭০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে।

এইপদে আবেদন করতে প্রার্থীদের প্রোকিওরমেন্ট সংক্রান্ত কাজের তিন বছরের অভিজ্ঞতা এবং প্রোকিওরমেন্ট-এর সরকারি নিয়মবিধি সংক্রান্ত জ্ঞানও থাকতে হবে। মাস্টার্স ডিগ্রি বা ডিপ্লোমা অথবা এমফিল বা পিএইচডি করা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

PREV
click me!

Recommended Stories

ভারতীয় রেলে একাধিক পদে নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য, রইল বিস্তারিত
জানেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এবং এর দৈর্ঘ্য কত?