সরকারি ব্যাঙ্কে হবে নিয়োগ, শূন্যপদ ৫৯২টি, সারা দেশ জুড়ে হবে কর্মী নিয়োগ

Published : Nov 14, 2024, 09:02 AM ISTUpdated : Nov 14, 2024, 09:31 AM IST
bank working

সংক্ষিপ্ত

ব্যাঙ্ক অফ বরোদায় ৫৯২ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক ৮৩ টি পদে ৩ বছরের জন্য নিয়োগ করা হবে। আবেদন করার শেষ তারিখ ১৯ নভেম্বর।

ফের সুখবর চাকরি প্রার্থীদের জন্য। শীঘ্রই নিয়োগ হবে সরকারি ব্যাঙ্কে। একাধিক পদে কর্মী নেবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সম্প্রতি এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদায়। দেশ জুড়ে শূন্যপদ ৫৯২টি। বিভিন্ন হবে কর্মী নেওয়া হবে।

শূন্যপদ

ব্যাঙ্কে মোট শূন্যপদ ৫৯২টি। ৮৩টি পদে হবে নিয়োগ। চুক্তি ভিত্তিক নিয়োগ হবে ব্যাঙ্কে । কাজের মেয়াদ ৩ বছর প্রয়োজন অনুসারে মেয়াদ বাড়ানো হবে। পশ্চিমবঙ্গ, দিল্লি, অসম, বিহার সহ দেশের সব রাজ্যের বিভিন্ন শাখাতে হবে নিয়োগ। নিয়োগ হবে এমএসএমই রিলেশনশিপ ম্যানেজার, প্রোজেক্ট ম্যানেজার -সহ বিভিন্ন পদে।

আবেদন পদ্ধতি

সবার আগে ব্যাঙ্ক অফ বরোদার সাইট যান। সেখানে হোমপেজ থেকে কেরিয়ার -র অপশনে ক্লিক করুন। এবার অনলাইনে আবেদন করুন। সেই ফর্ম ফিলআপ করে নিন। সেখানে আবেদনমূল্য জমা দিতে পারবেন। ১৯ নভেম্বর আবেদনের শেষ দিন।

বেতন

একাধিক পদে হবে নিয়োগ। যোগ্যতা যাচাই করে বেতন স্থির করা হবে। যদিও সংরক্ষতি প্রার্থীদের জন্য বয়সের ছাড় আছে। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

যোগ্যতা

এমএসএমই রিলেশনশিপ ম্যানেজার, প্রোজেক্ট ম্যানেজার -সহ বিভিন্ন পদে হবে নিয়োগ। সকল পদের জন্য প্রার্থীর আলাদা আলাদা যোগ্যতা আছে। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। মূল বিজ্ঞপ্তিতে সব কিছুর উল্লেখ আছে।

তাই ব্যাঙ্কে চাকরিতে আগ্রহী হলে দেরি না করে আবেদন করে ফেলুন। আবেদনে শেষ তারিখ ১৯ নভেম্বর। আর হাতেমাত্র কটা দিন। ব্যাঙ্কে কাজে আগ্রহী হলে আবেদন করুন।  

PREV
click me!

Recommended Stories

কর্মী নিয়োগ করবে RBI, ৫৭২টি শূন্যপদে হবে নিয়োগ, জেনে নিন কারা আবেদন করবেন
JEE Main 2026 Session 1 Exam: সরস্বতী পুজোর দিন রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না, নতুন তারিখ কবে?