উচ্চ মাধ্যমিকের পর চাকরির সুযোগ, বেতন মিলবে মাসে ২৫ থেকে ৩০ হাজার, জেনে নিন বিস্তারিত

দ্বাদশ শ্রেণির পর কেরিয়ার শুরু করতে চাইলে স্কিল ভিত্তিক কোর্স করলেই মিলবে চাকরি। অ্যানিমেশন, সায়েন্স এবং যোগা ও ফিটনেস-এর মতো ক্ষেত্রে কোর্স করে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতনের চাকরি পেতে পারেন।

দ্বাদশ শ্রেণির পর মিলবে চাকরি। দ্রুত যারা কেরিয়ার শুরু করতে চান তাদের জন্য রইল সুখবর। এবার দ্বাদশ শ্রেণির পর চাকরি পাওয়ার জন্য কোনও স্কিল ভিত্তিক বা জল ওরিয়েন্টেড কোর্স করলেই মিলবে চাকরি। বেতন মিলবে ২৫ থেকে ৩০ হাজার টাকা। জেনে নিন দ্বাদশ শ্রেণির পর চাকরি পাওয়ার জন্য কোন স্কিল ভিত্তিক বা জব ওরিয়েন্টড কোর্স করা উত্তম হবে।

দ্বাদশ শ্রেণির পর কেরিয়ার শুরু করতে চাইলে কোনও সার্টিফিকেট বা ডিগ্রি কোর্স করতে পারেন। এমন কিছু কোর্স আছে যা পাশ করলে দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করলেই এমন কোর্স করতে পারেন।

Latest Videos

অ্যানিমেশন ডিজাইনিং কোর্স

করতে পারেন অ্যানিমেশন ডিজাইনিং কোর্স। যাদের ক্রিয়েটিভ মাইন্ড তাদের জন্য এটি সেরা কোর্স। দেশের অনেক প্রতিষ্ঠানেই এমন অ্যানিমেশন ডিজাইনিং কোর্স করানো হয়। এই বিষয় সার্টিফিকেট ও ডিপ্লোমা করা যেতে পারে। এই কোর্স সেষ করার পর ২৫ থেকে ৩০ হাজার টাকা মাইনের চাকরি পেতে পারেন। তেমনই অভিজ্ঞতা বাড়ার সঙ্গে বাড়ে বেতন। বেতন লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। পরবর্তীতে আপনি এই ক্ষেত্রে অ্যাডভান্স কোর্স করার সুযোগ পাবেন।

সায়েন্স বিভাগে জন্য

দ্বাদশ শ্রেণীতে যারা সায়েন্স নিয়ে পড়েন তাদের জন্য রইল বিশেষ কোর্সের হদিশ। শট টার্ম কোর্সে ভর্তি হতে পারেন সায়েন্স বিভাগের ছাত্র হলে। প্রোগ্রামিং, ওয়েবসাইট, সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কিত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে পারেন। এতেও ভালো বেতন পেতে পরেন।

যোগা ও ফিটনেস

শরীর চর্চার প্রতি আগ্রহ থাকে অনেকের। এই আগ্রহকে কাজে লাগান। কেরিয়ার গড়তে পারেন এই ক্ষেত্রে। দ্বাদশ শ্রেণীর পর যোগা ও ফিটনেস নিয়ে কোর্স করতে পারেন। বর্তমানে মানুষ ফিটনেস নিয়ে অনেক সচেতন হয়েছে। সে কারণে ফিটনেস ট্রেনার হিসেবে কেরিয়ার গড়তে পারেন। যোগা ও ফিটনেস ট্রেনিং-র কোর্স করে নিন। এই ক্ষেত্রেও আয় ভালোই হয়।

 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News