উচ্চ মাধ্যমিকের পর চাকরির সুযোগ, বেতন মিলবে মাসে ২৫ থেকে ৩০ হাজার, জেনে নিন বিস্তারিত

Published : Nov 12, 2024, 09:49 AM IST
Coal India Management Trainee Jobs 2024

সংক্ষিপ্ত

দ্বাদশ শ্রেণির পর কেরিয়ার শুরু করতে চাইলে স্কিল ভিত্তিক কোর্স করলেই মিলবে চাকরি। অ্যানিমেশন, সায়েন্স এবং যোগা ও ফিটনেস-এর মতো ক্ষেত্রে কোর্স করে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতনের চাকরি পেতে পারেন।

দ্বাদশ শ্রেণির পর মিলবে চাকরি। দ্রুত যারা কেরিয়ার শুরু করতে চান তাদের জন্য রইল সুখবর। এবার দ্বাদশ শ্রেণির পর চাকরি পাওয়ার জন্য কোনও স্কিল ভিত্তিক বা জল ওরিয়েন্টেড কোর্স করলেই মিলবে চাকরি। বেতন মিলবে ২৫ থেকে ৩০ হাজার টাকা। জেনে নিন দ্বাদশ শ্রেণির পর চাকরি পাওয়ার জন্য কোন স্কিল ভিত্তিক বা জব ওরিয়েন্টড কোর্স করা উত্তম হবে।

দ্বাদশ শ্রেণির পর কেরিয়ার শুরু করতে চাইলে কোনও সার্টিফিকেট বা ডিগ্রি কোর্স করতে পারেন। এমন কিছু কোর্স আছে যা পাশ করলে দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করলেই এমন কোর্স করতে পারেন।

অ্যানিমেশন ডিজাইনিং কোর্স

করতে পারেন অ্যানিমেশন ডিজাইনিং কোর্স। যাদের ক্রিয়েটিভ মাইন্ড তাদের জন্য এটি সেরা কোর্স। দেশের অনেক প্রতিষ্ঠানেই এমন অ্যানিমেশন ডিজাইনিং কোর্স করানো হয়। এই বিষয় সার্টিফিকেট ও ডিপ্লোমা করা যেতে পারে। এই কোর্স সেষ করার পর ২৫ থেকে ৩০ হাজার টাকা মাইনের চাকরি পেতে পারেন। তেমনই অভিজ্ঞতা বাড়ার সঙ্গে বাড়ে বেতন। বেতন লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। পরবর্তীতে আপনি এই ক্ষেত্রে অ্যাডভান্স কোর্স করার সুযোগ পাবেন।

সায়েন্স বিভাগে জন্য

দ্বাদশ শ্রেণীতে যারা সায়েন্স নিয়ে পড়েন তাদের জন্য রইল বিশেষ কোর্সের হদিশ। শট টার্ম কোর্সে ভর্তি হতে পারেন সায়েন্স বিভাগের ছাত্র হলে। প্রোগ্রামিং, ওয়েবসাইট, সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কিত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে পারেন। এতেও ভালো বেতন পেতে পরেন।

যোগা ও ফিটনেস

শরীর চর্চার প্রতি আগ্রহ থাকে অনেকের। এই আগ্রহকে কাজে লাগান। কেরিয়ার গড়তে পারেন এই ক্ষেত্রে। দ্বাদশ শ্রেণীর পর যোগা ও ফিটনেস নিয়ে কোর্স করতে পারেন। বর্তমানে মানুষ ফিটনেস নিয়ে অনেক সচেতন হয়েছে। সে কারণে ফিটনেস ট্রেনার হিসেবে কেরিয়ার গড়তে পারেন। যোগা ও ফিটনেস ট্রেনিং-র কোর্স করে নিন। এই ক্ষেত্রেও আয় ভালোই হয়।

 

PREV
click me!

Recommended Stories

কর্মী নিয়োগ করবে RBI, ৫৭২টি শূন্যপদে হবে নিয়োগ, জেনে নিন কারা আবেদন করবেন
JEE Main 2026 Session 1 Exam: সরস্বতী পুজোর দিন রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না, নতুন তারিখ কবে?