গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ কল্যাণী AIIMS, দেখে নিন কারা আবেদনযোগ্য, বেতন শুনলে চমকে যাবেন

Published : Dec 20, 2024, 09:32 AM IST
Job

সংক্ষিপ্ত

নদীয়ার কল্যাণী AIIMS-এ গেস্ট ফ্যাকাল্টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। মাত্র দুটি শূন্যপদে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতনে নিয়োগ করা হবে। ১৮ থেকে ৬৪ বছর বয়সী স্নাতকরা আবেদন করতে পারবেন।

সদ্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নদীয়ার কল্যাণী এমস এর তরফ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে AIIMS-র গেস্ট ফ্যাকাল্টি পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে কী কী প্রয়োজন তা এল প্রকাশ্যে। সঙ্গে জানা গেল মাসিক বেতন।

শূন্যপদ

নদীয়ার কল্যাণী এমস-র পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ হবে গেস্ট ফ্যাকাল্টি পদে। এই পদে নেওয়া হবে মাত্র ২ জনকে।

বেতন

গেস্ট ফ্যাকাল্টি পদে মিলবে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা বেতন।

বসয়ের সীমা

নদীয়ার কল্যাণী এমস-এ গেস্ট ফ্যাকাল্টি পদে আবেদন করতে হলে বয়সের সীমা হতে হবে ১৮ বছর থেকে ৬৪ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা

নদীয়ার কল্যাণী এমস-এ নিয়োগ হবে গেস্ট লেকচালার পদে। এই পদে আবেদন করতে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্রাজুয়েশন পাশ করতে হবে। তবেই আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন পদ্ধতি

নদীয়ার কল্যাণী এমস-এ আবেদন করা যাবে অনলাইনে। নদীয়ার কল্যাণী এমস-র অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফরমাটিকে ডাউনলোড করে নিন। এবার সেই ফর্মটি পূরণ করুন। এবার বিজ্ঞাপনে উল্লিখিত আপনার সকল ডকুমেন্ট দিন। যোগ্যতার যাবতীয় নথিপত্র, জাতিগত সংসাপত্র, কম্পিউটার সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স দিন। এগুলোর পিডিএফ ফরম্যাট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে পাঠিয়ে দিন। ইমেল মারফত আবেদন করতে হবে। আপনার আবেদন গৃহীত হলে নদীয়ার কল্যাণী এমসের পক্ষ থেকে যোগাযোগ করা হবে। ২৮ জানুয়ারি সকাল ১১ টায় নদীয়ার কল্যাণী এমস-এ উপস্থিত হতে হবে। সেখানে হবে ইন্টারভিউ।

 

PREV
click me!

Recommended Stories

কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ, প্রচুর শূন্য পদে চলছে কর্মী নিয়োগ
NTPC-তে কর্মী নিয়োগ, বার্ষিক বেতন ২৭ লক্ষ টাকা, জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ