
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার মিলবে সরকারি চাকরির সুযোগ। এবার কলকাতা পুরসভায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। আপনি আগ্রহী প্রার্থী হলে আজই আবেদন করুন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি। এবার চাকরি পেতে পারেন সরকারি সংস্থায়। রাজ্যের মিউনিসিপ্যাস সার্ভিস কমিশনে তাঁদের ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে হবে নিয়োগ। কলকাতা পুরসভার অধীনে হবে নিয়োগ। মোট শূন্যপদ ১৯টি।
যোগ্যতা
শীঘ্রই কলকাতা পুরসভায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারেরা চাকরির সুযোগ মিলবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারেন। অনূর্ধ্ব ৩৭ বছর বয়সিরা ওই কাজের জন্য আবেদন করতে পারেন।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনমূল্য হিসেবে ২০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে যারা সরকারি কর্মচারি, তারাও আবেদন করতে পারেন। এক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে।
বেতন
কলকাতা পুরসভায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারেরা চাকরির সুযোগ পাবেন। নিযুক্তরা প্রতি মাসে ৫৮,৬০০ টাকা পারিশ্রমিক পাবেন। সংশ্লিষ্ট পদে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি
কলকাতা পুরসভায় হবে শীঘ্রই নিয়োগ। নিয়োগ হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে। আবেদনের শেষ দিন ২২ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষার পাঠ্য়ক্রম, প্রশ্নপত্রের নমুনার মতো তথ্য কমিশনের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাই গুগলে টাইপ করুন mscwb.org। সেখানে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করুন। শীঘ্রই কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ করবে। নিয়োগ হবে ১৯ টি পদে। তাই এই সকল পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। অনলাইনে করতে পারেন আবেদন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারেন এই পদের জন্য। শীঘ্রই শুরু হবে নিয়োগ পদ্ধতি।