উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলবে সরকারি চাকরি, কর্মী নিয়োগ হবে রাজ্যের পঞ্চায়েত বিভাগে

Published : Jan 22, 2025, 09:39 AM IST
government job recruitment

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত বিভাগে ১৫৮৩ টি গ্রাম কাছাহারি সচিব পদে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ। ১৮ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রকাশ্যে এল নয়া বিজ্ঞপ্তি। এবার উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলবে সরকারি চাকরি। বিপুল পরিমাণে কর্মী নিয়োগ হবে। কর্মী নিয়োগ হবে রাজ্যের পঞ্চায়েত বিভাগে। এই রাজ্য তথা দেশের স্থানী নাগরিক হলেই আবেদন করতে পারেন। পুরুষ ও মহিলার উভয় আবেদন করতে পারেন।

শূন্যপদের নাম

পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের তরফ থকে যে শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গ্রাম কাছাহারি সচিবের পক্ষ থেকে।

শূন্যপদ

পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্যের প্রতিটি গ্রামের পঞ্চায়েত অফিসগুলিতে সব মিলিয়ে মোট ১৫৮৩টি শূন্যপদে গ্রাম কাছাহারি সচিব নিয়োগ করা হবে।

বয়সের সীমা-

এই চাকরির জন্য আবেদন করতে হবে নির্দিষ্ট বয়সের সীমা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৭-র মধ্যে। অন্যদিকে মহিলা প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর। সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আছে বিশেষ ছাড়।

শিক্ষাগত যোগ্যতা

পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের অধীনে গ্রাম কাছাহারি সচিব পদে চাকরির জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। যে কোনও স্বীকৃত বোর্ড থেকে অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন পদ্ধতি

এই পদের জন্য আবেদন করতে পারেন অনলাইনে। সবার আগে সংশ্লিষ্ট দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে রেজিস্ট্রেশন করার লিঙ্ক পাবেন। সেখানে ক্লিক করুন। সংশ্লিষ্ট দফতরে রেজিস্টেশন করুন। আপনার আলাদা ইউজাপ আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন করলে আলাদা ফর্ম আসবে। তা ফিলআপ করে নিন। এভাবে সাবমিট করুন।

আবেদনের সময় সীমা-

অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া হবে ২৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। ১৬ তারিখ থেকে শুরু হয়েছে পদ্ধতি। দেরি না করে আবেদন করে ফেলুন। 

 

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য