কম্পিউটারের ডিগ্রি থাকলেই সরকারি চাকরির সুযোগ, জেনে নিন কীভাবে আবেদন করবেন

Published : Feb 20, 2025, 09:23 AM IST
government job examinations

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা কমিশন (WEBCSC) ১১ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, অফিসার সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ। বি কম (অনার্স) এবং কম্পিউটার ডিপ্লোমা/মৌলিক জ্ঞান থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কম্পিউটারের ডিগ্রি থাকলেই মিলবে সরকারি চাকরি। প্রকাশ্যে এল এমনই এক বিজ্ঞপ্তি। চাকরি প্রার্থীদের জন্য এল সুখবর। এবার সরকারি চাকরি পাওয়া হবে সহজ। সদ্য পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা কমিশন (WEBCSC) র পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশ করা হয়েছে শূন্যপদের খবর। জেনে নিন কারা আবেদন করতে পারবেন, বয়সের সীমা কত, কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এই পদে আবেদনের জন্য।

শূন্যপদ

পশ্চিমবঙ্গ সমবায় পরিষেবা কমিশন (WEBCSC) র পক্ষ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে শূন্যপদ আছে ১১টি। যার মধ্যে সহকারী ম্যানেজার (অ্যাকাউন্টস) গ্রেড ২ বি, অ্যাকাউন্ট্যান্ট, সহকারী ম্যানেজার (গ্রেড ২ বি), অফিসার (গ্রুপ বি) (গ্রেড বি ২), ম্যানেজার ও ম্যানেজারা (অ্যাকাউন্টস) পদে একজন করে নেওয়া হবে, এছাড়াও স্কেল ১-এ অফিসার পদে ২ জন এবং ডেপুটি ম্যানেজার পদে ৩ জনকে নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যাতা

সহকারী ম্যানেজার (অ্যাকাউন্টস) গ্রেড ২ বি পদে আবেদন করতে প্রার্থীকে যে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সিতে বি কম (অনার্স) এবং কম্পিউটার ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে।

অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য যে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি কম (অনার্স) সহ কম্পিউটারের মৌলিক জ্ঞান থাকতে হবে।

সহকারী ম্যানেজার (গ্রেড ২ বি) জন্য যে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও কম্পিউটারের মৌলিক জ্ঞান থাকতে হবে।

অফিসার (গ্রুপ বি) (গ্রেড বি ২) যে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি কম (অনার্স) এবং কম্পিউটারের মৌলিক জ্ঞানের প্রয়োজন।

ম্যানেজার পদের জন্য যে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি কম ও ট্যালি সহ কম্পিউটারে মৌলিক জ্ঞান থাকতে হবে।

ম্যানেজার (অ্যাকাউন্টস) পদের জন্য যে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি কম, সিএ/সিএমএ/সিএস ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটারে মৌলিক জ্ঞান থাকতে হবে। 

বয়সের সীমা

আপনার বয়স ১৮ থেকে ৪০-র ভিতর হলে আবেদন করতে পারেন। সবার আগে WEBCSC-র অফিসিয়াল ওয়েব সাইটে যান। সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। 

 

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য