'এক দেশ, পড়ুয়াদের জন্য এক পরিচয়পত্র,' কেন এত গুরুত্বপূর্ণ আপার আইডি?

সারা দেশের পড়ুয়াদের জন্য এক বিশেষ পরিচয়পত্র তৈরির ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে সারা দেশের পড়ুয়াদের জন্য একই পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে।

Soumya Gangully | Published : Dec 26, 2024 6:29 PM
18
২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে 'এক দেশ, পড়ুয়াদের জন্য এক পরিচয়পত্র' তৈরি হচ্ছে

২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে সারা দেশের পড়ুয়াদের জন্য একই পরিচয়পত্র তৈরি করছে কেন্দ্রীয় সরকার। এই পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

28
শিক্ষাজীবনের শুরু থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আপার আইডি

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রির (আপার) ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সারা দেশের পড়ুয়াদের শিক্ষা সংক্রান্ত তথ্য, নথি একই জায়গায় সংরক্ষণ করা যাবে।

38
প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়াদের যাবতীয় তথ্য থাকছে আপারে

সারা দেশের পড়ুয়াদের জন্য অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রেডিটের সঙ্গে লিঙ্ক করা আপার আইডি দেওয়া হচ্ছে। এই আইডি-র মাধ্যমে পড়ুয়াদের সব তথ্য ও নথি সংরক্ষিত থাকবে।

48
আপার আইডি-র মাধ্যমে সহজেই পড়ুয়াদের সব তথ্য সহজেই খুঁজে পাওয়া যাবে

পড়ুয়াদের আপার আইডি থাকলে বিভিন্ন শ্রেণিতে ফলাফল, নাম্বার, মার্কশিট, শংসাপত্র খুঁজে পেতে কোনও সমস্যাই হবে না।

58
সারা দেশের পড়ুয়াদের সুবিধার্থে আপারের সঙ্গে ডিজিলকার যুক্ত করা হচ্ছে

ডিজিলকারে শিক্ষা সংক্রান্ত কিছু নথি পাওয়া যায়। আপারের সঙ্গে ডিজিলকারের সংযোগ হলে পড়ুয়াদের সব নথিই এক জায়গায় ডিজিট্যালি সংরক্ষণ করা যাবে।

68
আপার আইডি ও ডিজিলকার থাকলে পড়ুয়াদের মোবাইল ফোনেই শিক্ষা সংক্রান্ত নথি থাকবে

ডিজিলকার ও আপার একসঙ্গে থাকলে পড়ুয়াদের বিভিন্ন পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট মোবাইল ফোনেই সবসময় থাকবে। আলাদা করে কোনও নথি সঙ্গে রাখতে হবে না।

78
কোনও পড়ুয়া যাতে মার্কশিট ও সার্টিফিকেট জাল করতে না পারে, আপারের মাধ্যমে সেটা নিশ্চিত করা হচ্ছে

কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থাই আপার আইডি অনুমোদন করতে পারবে। এই আইডি-র মাধ্যমে শিক্ষা সংক্রান্ত জাল নথি ঠেকানো যাবে বলে আশায় কেন্দ্রীয় সরকার।

88
পড়ুয়ারা চাইলে আধারের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত নথি যাচাই করে নিতে পারবে

পড়ুয়ারা স্বেচ্ছায় আপার আইডি-তে থাকা নথি আধারের মাধ্যমে যাচাই করে নিতে পারেন। নাবালক-নাবালিকাদের ক্ষেত্রে আধারের মাধ্যমে নথি যাচাই করার জন্য বাবা-মায়ের সম্মতি প্রয়োজন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos