Army Welfare Education Society Recruitment 2022- ৮ হাজার ৭০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট cbtexams.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- মেগ্রা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (Army Welfare Education Society) । সোসাইটির পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সহকারী শিক্ষক (Teacher) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট cbtexams.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
AWES Teachers Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের ২৮ জানুয়ারি, ২০২২ তারিখের ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
AWES Teachers Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (Army Welfare Education Society)
পদের নাম: শিক্ষক
শূন্যপদের সংখ্যা: ৮৭০০টি
AWES Teachers Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ- ০৭.০১.২০২২
আবেদনের শেষ দিন- ২৮.০১.২০২২
অ্যাডমিট কার্ড দেওয়া হবে- ১০.০২.২০২২
রেসাল্ট ঘোষণা হবে- ২৮.০২.২০২২
AWES Teachers Recruitment 2022: আবেদনের যোগ্যতা
পিজিটি এবং টিজিটি- প্রার্থীদের যে কোনও শাখায় স্নাতকোত্তর ডিগ্রি এবং বি.এড ডিগ্রি থাকা আবশ্যিক।
পিআরটি- প্রার্থীদের যে কোনও শাখায় স্নাতকোত্তর ডিগ্রি এবং ২ বছরের বি.এড ডিপ্লোমা থাকা আবশ্যিক।
AWES Teachers Recruitment 2022: বয়সসীমা
ফ্রেশার পদপ্রার্থীদের জন্য ৪০ বছরের বয়সসীমা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য ৫৭ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
AWES Teachers Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ৩টি আলাদা আলাদা স্তরে নির্বাচনের পরীক্ষা নেওয়া হবে। স্টেজ-১ স্ক্রিনিং পরীক্ষা, স্টেজ-২ ইন্টারভিউ এবং স্টেজ-৩-এ প্রার্থীদের টিচিং স্কিল এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা যাচাই করা হবে। প্রার্থীদের নির্বাচন ও নিয়োগের ক্ষেত্রে সিবিএসই অথবা আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নিয়ম অনুসরন করা হবে।
AWES Teachers Recruitment 2022: আবেদন ফি
যে সকল প্রার্থীরা আবেদন ইচ্ছুক তাদের ৩৮৫ টাকা আবেদন ফি দিতে হবে। প্রার্থীরা ইউপিআই/ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারেন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা এই লিঙ্কে https://register.cbtexams.in/AWES/Registration/ গিয়ে বিস্তারিত ভাবে পড়ে দেখতে পারেন।

আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

Latest Videos

আরও পড়ুন: ESIC recruitment 2021- ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে এই নামী সংস্থা, জানুন কোথায় এবং কীভাবে আবেদন করবেন

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: Bank of Baroda Recruitment 2021: মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাংক অফ বরোদা, কীভাবে আবেদন করবেন

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News