DRDO Apprentice Recruitment 2022- ১৫০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেবে কেন্দ্র সরকারের অধীনে, কীভাবে আবেদন করবেন

আগ্রহীরা রিসার্চ সেন্টের ইমারাতের অফিসিয়াল ওয়েবসাইট rcilab.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ডিআরডিও-র রিসার্চ সেন্টের ইমারাত (Research Centre Imarat, DRDO)। রিসার্চ সেন্টের ইমারাতের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা রিসার্চ সেন্টের ইমারাতের অফিসিয়াল ওয়েবসাইট rcilab.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

DRDO Apprentice Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য নাম আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
 

DRDO Apprentice Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ডিআরডিও-র রিসার্চ সেন্টের ইমারাত (Research Centre Imarat, DRDO)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ১৫০টি
শূন্যপদের বিবরণ:
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৪০টি পদ
টেকনিশিয়ান (ডিপ্লোমা)অ্যাপ্রেন্টিস: ৬০টি পদ
ট্রেড অ্যাপ্রেন্টিস: ৫০টি পদ

DRDO Apprentice Recruitment 2022: বিশেষ ঘোষণা
যে সকল প্রার্থীরা ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিসশিপের প্রশিক্ষণ নিয়েছেন বা বর্তমানে কোনও প্রতিষ্ঠানের অধীনে অ্যাপ্রেন্টিসশিপের প্রশিক্ষণ নিচ্ছেন তারা আবেদনের যোগ্য নন। যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণের জন্য নীচে পড়ুন।

Latest Videos

DRDO Apprentice Recruitment 2022: আবেদনের যোগ্যতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ইসিই, ইইই, সিএসই, মেকানিক্যাল এবং কেমিক্যালে বিই বা বি.টেক অথবা বি.কম/ বিএসসি ডিগ্রি থাকতে হবে। 
টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: ইসিই, ইইই, সিএসই, মেকানিক্যাল এবং কেমিক্যালে ডিপ্লোমা
ট্রেড অ্যাপ্রেন্টিস: ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক এবং ওয়েল্ডার ট্রেডে আইটিআই পাস আউটরা  (এনসিভিটি / এসসিভিটি অ্যাফিলিয়েশন) আবেদনের যোগ্য।

DRDO Apprentice Recruitment 2022: বয়সসীমা
১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ বছরের কম হওয়া কাম্য নয়।

DRDO Apprentice Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
নথির সন্তোষজনক যাচাই সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী একাডেমিক মেধা তালিকার মাধ্যমে/লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। নির্বাচন ও নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 
প্রার্থীদের আরও তথ্যের জন্য DRDO-র অফিসিয়াল ওয়েবসাইট rcilab.in চেক করতে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও এখানে উদ্ধৃত লিঙ্কের সরাসরি আবেদনের বিজ্ঞপ্তিটি https://rcilab.in/SiteAssets/JRFAPPRENTICE2022/Advt@Apprntice%202021-22.pdf পড়ে দেখতে পারেন।

আরও পড়ুন: BOB Recruitment 2022- ১৯৮ শূন্যপদে নিয়োগ, রইল আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য

আরও পড়ুন: ESIC Recruitment 2022- ১০৩২ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এমপ্লয়িস স্টেট ইনসরেন্স কর্পোরেশন
 

Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News