ESIC Recruitment 2022- ১০৩২ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এমপ্লয়িস স্টেট ইনসরেন্স কর্পোরেশন

আগ্রহীরা  এমপ্লয়িস স্টেট ইনসরেন্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.nic.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

Web Desk - ANB | Published : Jan 26, 2022 12:15 PM IST

শতাব্দী কর, প্রতিবেদক- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল এমপ্লয়িস স্টেট ইনসরেন্স কর্পোরেশন (Employees' State Insurance Corporation)। এমপ্লয়িস স্টেট ইনসরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk), স্টেনোগ্রাফার (Stenographer) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা  এমপ্লয়িস স্টেট ইনসরেন্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.nic.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
ESIC Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য নাম আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
ESIC Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: এমপ্লয়িস স্টেট ইনসরেন্স কর্পোরেশন (Employees' State Insurance Corporation)
পদের নাম: আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ১০৩২টি
শূন্যপদের বিবরণ: 
সরাসরি নিয়োগ প্রক্রিয়া রাজস্থানে ৬৭ আপার ডিভিশন ক্লার্ক, ১৫ স্টেনোগ্রাফার এবং ১০৫ MTS শূন্যপদ পূরণ করবে
পুদুচেরি অঞ্চলে ৬ আপার ডিভিশন ক্লার্ক, ১ স্টেনোগ্রাফার এবং ৭ মাল্টি টাস্কিং স্টাফ
ঝাড়খণ্ডে ৬ আপার ডিভিশন ক্লার্ক এবং ২৬ মাল্টি টাস্কিং স্টাফ
দিল্লিতে ২ স্টেনোগ্রাফার 
তামিলনাড়ুতে ১৫০ আপার ডিভিশন ক্লার্ক, ১৬ স্টেনোগ্রাফার এবং ২১৯ মাল্টি টাস্কিং স্টাফ
গুজরাটে ১৩৬ আপার ডিভিশন ক্লার্ক, ৬ স্টেনোগ্রাফার এবং ১২৭ মাল্টি টাস্কিং স্টাফ
জম্মু ও কাশ্মীরে ৮ আপার ডিভিশন ক্লার্ক এবং ১ স্টেনোগ্রাফার
কেরালায় ৬৬ আপার ডিভিশন ক্লার্ক, ৪ স্টেনোগ্রাফার, এবং ৬০ মাল্টি টাস্কিং স্টাফ 
ESIC Recruitment 2022: বয়সসীমা
আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
ESIC Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীরা প্রদত্ত প্রক্রিয়া অনুসরণ করতে পারেন এবং অনলাইনে আবেদন করতে পারেন
১. ESIC ওয়েবসাইটে যান https://www.esic.nic.in/
২. হোমপেজে ‘রিক্রুটমেন্টস-এ ক্লিক করুন
৩. লিঙ্কে ক্লিক করুন - ‘Submit Online Applications for recruitment to the post of UDC, Steno., and MTS in ESIC’
৪. রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করুন৷
৫. আবেদনপত্র পূরণ করুন এবং জমা দিন
প্রার্থীদের আরও তথ্যের জন্য অফিসিয়াল ESIC ওয়েবসাইট https://www.esic.nic.in/ চেক করতে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও এখানে উদ্ধৃত লিঙ্কের সরাসরি আবেদনের বিজ্ঞপ্তিটি https://ibpsonline.ibps.in/esiccsmdec21/ পড়ে দেখতে পারেন ।

আরও পড়ুন: কোভিড পরিস্থিতিতে কর্মসংস্থান তৈরি সরকারের বড় চ্যালেঞ্জ, ইউনিয়ন বাজেটের সিদ্ধান্তের দিকে তাকিয়ে জনসাধারণ

আরও পড়ুন: BECIL Recruitment 2022- ৫০০ শূন্যপদে নিয়োগ করবে দেশের এই সংস্থা, কোথায় এবং কীভাবে আবেদন করবেন

আরও পড়ুন-করোনাকালে মন্দা গাড়ি বাজার, ইউনিয়ান বাজেটে গাড়ি ও যন্ত্রাংশের ওপর জিএসটি ১৮ শতাংশ করার আবেদন FADA-এর

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

Share this article
click me!