প্রাইভেট সেক্রেটারি নিয়োগ করবে দেশের এই নামী প্রতিষ্ঠান, আজই আবেদন করুন

জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘বি’ গেজেটেড, ডেপুটেশন ভিত্তিতে মন্ত্রী পদে ৬৩টি পদ পূরণের জন্য এই নিয়োগ ড্রাইভ পরিচালনা করা হবে। আগ্রহীরা ওয়েবসাইট https://www.drdo.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

Web Desk - ANB | Published : Mar 20, 2022 8:04 AM IST / Updated: Mar 20 2022, 01:35 PM IST

শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের দারুন সুযোগ! মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ডেপুটেশন ভিত্তিতে প্রাইভেট সেক্রেটারি (Private Secretary) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ ‘বি’ গেজেটেড, ডেপুটেশন ভিত্তিতে মন্ত্রী পদে ৬৩টি পদ পূরণের জন্য এই নিয়োগ ড্রাইভ পরিচালনা করা হবে। আগ্রহীরা ওয়েবসাইট https://www.drdo.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
DRDO Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের এমপ্লয়মেন্ট নিউজ/রোজগার সমাচারে এই বিজ্ঞপ্তিটি প্রচার/প্রকাশের তারিখ থেকে আগামী ৬০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
DRDO Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)
পদের নাম: প্রাইভেট সেক্রেটারি
কাজের স্থান: হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, চণ্ডীগড়, দেরাদুন, পুনে, যোধপুর এবং কোচি (পরিবর্তন সাপেক্ষে) 
শূন্যপদের সংখ্যা: ৬৩টি
প্রার্থীরা নীচে স্ক্রোল করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ দেখতে পারেন।

DRDO Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
কেন্দ্রীয় সরকারের অধীনে স্টেনোগ্রাফার ক্যাডারে পদে অধিষ্ঠিত অফিসাররা বা রেগুলার বেসিসে যারা প্যারেন্ট ক্যাডার বা বিভাগে নিয়মিতভাবে অনুরূপ পদে অধিষ্ঠিত তারা আবেদনের যোগ্য। 
DRDO Recruitment 2022: বয়স সীমা
ডেপুটেশন দ্বারা নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স সীমা আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখ অনুসারে ৫৬ বছরের বেশি হওয়া কাম্য নয়।
DRDO Recruitment 2022: বেতন 
নির্বাচিত প্রার্থীরা বেতন স্তর পেতে পারেন: কেন্দ্রীয় সরকারের ৭তম পে স্কেল অনুযায়ী
DRDO Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
নির্বাচিত আধিকারিকদের ভারত সরকার বিশেষ বিশেষ সময়ে এই বিষয়ে নির্ধারিত সাধারণ শর্তাবলীর অধীনে নিয়োগ করা হবে।
DRDO Recruitment 2022: আবেদন পদ্ধতি
বিগত পাঁচ বছরের (২০১৫-১৬ থেকে ২০১৯-২০) সম্পূর্ণ এবং আপ-টু-ডেট APAR-এর ফটোকপি সহ সংযুক্ত (পরিশিষ্ট-II) অনুসারে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি দ্বারা যথাযথভাবে কাউন্টার-সাইন  করে আবেদনের জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করে তা প্রতিষ্ঠানের ঠিকানায় এই পাঠাতে হবে- “Shri Pravin Kumar Das, Deputy Director, Dte of Personnel (Pers-AA1), Room No. 266, or Floor, DRDO Bhawan, New — Delhi-110105”।  এমপ্লয়মেন্ট নিউজ/রোজগার সমাচারে এই বিজ্ঞপ্তিটি প্রচার/প্রকাশের তারিখ থেকে আগামী দিনের মধ্যে আবেদনপত্র পাঠানো আবশ্যিক।

ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য নানান বিষয় জানতে এখানে প্রদত্ত লিঙ্কটি https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/DRDO_PvtSecy09MAR2022.pdf ব্যবহার করতে পারেন।
আবেদনপত্রের আবেদনের লিঙ্ক https://www.drdo.gov.in/career/filling-post-private-secretary-drdo-ministry-defence-deputation-basis

আরও পড়ুন- PNB PEON RECRUITMENT 2022- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অধীনে প্রচুর নিয়োগ, আবেদনের শেষ দিন ২৮ মার্চ

আরও পড়ুন- ১০৯৫ শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

আরও পড়ুন- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অধীনে প্রচুর সংখ্যক পদে নিয়োগের

Share this article
click me!