আগ্রহীরা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.jutecorp.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- বিভিন্ন শূন্যপদে মেগ্রা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (Jute Corporation of India)। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নন-এক্সিকিউটিভ ক্যাডারে (Non Executive Cadre) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.jutecorp.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
Jute Corporation of India Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ১৩ জানুয়ারি, ২০২২ তারিখের ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
Jute Corporation of India Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (Jute Corporation of India)
পদের নাম: নন-এক্সিকিউটিভ ক্যাডারে
শূন্যপদের সংখ্যা: ৬৩টি
শূন্যপদের বিবরণ:
অ্যাকাউন্টেন্ট- ১১টি পদ (অসংরক্ষিত- ৭টি পদ, আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণি- ১টি পদ, ওবিসি- ৩টি পদ, এসসি- ১টি পদ)
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট- ১১টি পদ (অসংরক্ষিত- ৫টি পদ, আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণি- ১টি পদ, ওবিসি- ২টি পদ)
জুনিয়ার ইনস্পেক্টর- ৪০ টি পদ (অসংরক্ষিত- ১৮টি পদ, আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণি- ৪টি পদ, ওবিসি- ১১টি পদ, এসসি- ৫টি পদ, এসটি- ২টি পদ)
সবকটি ক্ষেত্রেই শারীরিক প্রতিবন্ধীরা আবেদনের যোগ্য।
Jute Corporation of India Recruitment 2022: বয়সসীমা
০১.১২.২০২১ তারিখ অনুযায়ী বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের উর্দ্ধসীমায় ছাড় পাবেন।
Jute Corporation of India Recruitment 2022: আবেদনের যোগ্যতা
অ্যাকাউন্টেন্ট- অ্যাকাউন্টেসির সঙ্গে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি এবং অডিটিং স্পেশাল বিষয় হিসেবে থাকতে হবে ও ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বি.কম শাখায় প্রার্থীদের ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট- যে কোনও শাখায় গ্র্যাজুয়েট সহ মাইক্রোসফট অফিসের কাজ জানতে হবে।
জুনিয়ার ইনস্পেক্টর- উচ্চমাধ্যমিক পাশের সঙ্গে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Jute Corporation of India Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
Jute Corporation of India Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা ধার্য করা হয়েছে।
Jute Corporation of India Recruitment 2022: বিশেষ ঘোষণা
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর- ০১/২০২১। প্রসঙ্গত বলে রাখা ভালো যে, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার হেড অফিস কলকাতায় অবস্থিত। আবেদনের শেষ দিন ১৩ জানুয়ারি, ২০২২।
আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা