Ministry of Defense Recruitment 2022- কেন্দ্রীয় সরকারের অধীনে ৯৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আগ্রহীরা মিনিস্ট্রি অফ ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইট https://dagshai.cantt.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 

Web Desk - ANB | Published : Jan 8, 2022 12:09 PM IST

শতাব্দী কর, প্রতিবেদক- বিভিন্ন শূন্যপদে মেগ্রা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল মিনিস্ট্রি অফ ডিফেন্স (Ministry of Defence)। মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সাব ডিভিশনাল অফিসার (Sub Divisional Officer) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা মিনিস্ট্রি অফ ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইট https://dagshai.cantt.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Ministry of Defence Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ১৫ জানুয়ারি, ২০২২ তারিখের ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
Ministry of Defence Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: মিনিস্ট্রি অফ ডিফেন্স (Ministry of Defence)
পদের নাম: জুনিয়ার হিন্দি ট্রান্সলেটার, সাব ডিভিশনাল অফিসার, হিন্দি টাইপিস্ট
শূন্যপদের সংখ্যা: ৯৭টি
শূন্যপদের বিবরণ: 
জুনিয়ার হিন্দি ট্রান্সলেটার- ৭টি পদ
সাব ডিভিশনাল অফিসার- ৮৯টি পদ
হিন্দি টাইপিস্ট- ১টি পদ
Ministry of Defence Recruitment 2022: বয়সসীমা
জুনিয়ার হিন্দি ট্রান্সলেটার- ১৮ থেকে ৩০ বছর বয়স
অন্যান্য পদ- ১৮ থেকে ২৭ বছর বয়স
Ministry of Defence Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে মিনিস্ট্রি অফ ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা ফর্মটি অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট এবং সার্টিফিকেট সহ প্রতিষ্ঠানের নির্দিষত ঠিকানায় পাঠাতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানা। “'Principal Director, Defence Estates, Southern Command, Near ECHS Polyclinic, Kodhwa Road, Pune- 411040”। আবেদনপত্র পাঠানো শেষ দিন ১৫ জানুয়ারি, ২০২২ তারিখ।
Ministry of Defence Recruitment 2022: আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীরা নিয়োগের যোগ্যতা বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটিতে https://dagshai.cantt.gov.in/wp-content/uploads/sites/43/2021/12/1.pdf গিয়ে নোটিশটি পড়ে দেখতে পারেন।
প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইংরেজী বা হিন্দি ভাষায় মাস্টারস ডিগ্রি বা ওই ভাষা ইলেকটিক/ কম্পালসারি ভাষা হিসেবে থাকতে হবে। এছাড়াও ইংরেজী বা হিন্দি ভাষায় পরীক্ষা দিয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
অন্যান্য পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
সরাসরি আবেদন করার ও বিশদে বিজ্ঞাপন পড়ার লিঙ্ক https://dagshai.cantt.gov.in/wp-content/uploads/sites/43/2021/12/1.pdf

আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

আরও পড়ুন: ESIC recruitment 2021- ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে এই নামী সংস্থা, জানুন কোথায় এবং কীভাবে আবেদন করবেন

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: Bank of Baroda Recruitment 2021: মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাংক অফ বরোদা, কীভাবে আবেদন করবেন

Share this article
click me!