NHAI Recruitment 2022- ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! আবেদনে

আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.nhai.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

Web Desk - ANB | Published : Jan 29, 2022 6:55 AM IST

শতাব্দী কর, প্রতিবেদক- বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট  লিমিটেড (National Highways Logistics Management Limited)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.nhai.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
NHAI Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
NHAI Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট  লিমিটেড (National Highways Logistics Management Limited)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 
শূন্যপদের সংখ্যা: ১১টি
শূন্যপদের বিবরণ:
এইচআর এবং অ্যাডমিন- ১টি পদ
লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার- ১টি পদ
রোপওয়ে- ১টি পদ
ওয়েসাইড অ্যামেন্টিস- ৪টি পদ
OFC ইনফ্রাস্ট্রাকচার- ১টি পদ
হাইওয়েস- ১টি পদ
রেলওয়েস- ১টি পদ
ফাইন্যান্স, স্ট্র্যাটেজি, অ্যাকাউন্টস- ১টি পদ
NHAI Recruitment 2022: আবেদনের যোগ্যতা
এএম (এইচআর অ্যাডমিন) পদের জন্য প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক / স্নাতকোত্তর / ডিপ্লোমা / আইআর বা এমবিএ থাকতে হবে।
ফাইন্যান্স, স্ট্র্যাটেজি, অ্যাকাউন্টসের ক্ষেত্রের জন্য প্রার্থীদের জন্য CA/ CMA/ CFA/ PGDM/ MBA (ফাইনান্স) আবশ্যক।
প্রার্থীদের অন্য সব বিভাগের জন্য ইঞ্জিনিয়ারিং/পিজি/ডিপ্লোমা প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতক হতে হবে।
প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের অভিজ্ঞতার বিবরণের জন্য বিজ্ঞপ্তি পড়ুন। 
NHAI Recruitment 2022: বয়সসীমা
০১.০১.২০২২ তারিখে অনুযায়ী পদে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা ৫৬ বছর৷
 NHAI Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতাএবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিয়গ করা হবে।
NHAI Recruitment 2022: আবেদন পদ্ধতি
www.nhai.gov.in-এ যান।
"শূন্যপদ" বিভাগে ক্লিক করুন। পদের জন্য বিজ্ঞাপন প্রদর্শিত হবে।
বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে "ভিউ" লিঙ্কে ক্লিক করুন।
বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পড়ুন।
প্রার্থীদের কভার লেটার সহ তাদের বায়োডেটা এই ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে: ravinder.nhlm@nhai.org।
আবেদন হিসাবে ইমেলের বিষয় উল্লেখ করুন- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সংশ্লিষ্ট বিভাগের নাম।
একই আবেদন পাঠাতে হবে এই ঠিকানায় “ Sh. Ravinder, Director/COO, National Highways Logistics Management Limited (NHLM), G-5 & 6 sector 10 Dwarka, New Delhi-110057”। আবেদন পাঠাতে হবে ১৮.০২.২০২২ তারিখে বা তার আগে।
প্রার্থীদের আরও তথ্যের জন্য NHAI-র অফিসিয়াল ওয়েবসাইট www.nhai.gov.in চেক করতে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও এখানে উদ্ধৃত লিঙ্কের সরাসরি আবেদনের বিজ্ঞপ্তিটি https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Ad-Recruitment-for-post-of-Assistant-Manager_v02.pdf পড়ে দেখতে পারেন।

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

আরও পড়ুন: BECIL Recruitment 2022- ৫০০ শূন্যপদে নিয়োগ করবে দেশের এই সংস্থা, কোথায় এবং কীভাবে আবেদন করবেন

Share this article
click me!