NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

আগ্রহীরা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের জন্য দারুন সুযোগ নিয়ে এল ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (National Thermal Power Corporation Limited)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার (Assistant Law Officer) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
NTPC Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ৭ জানুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
NTPC Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: এমপ্লয়ইস স্টেট ইনসরেন্স কর্পোরেশন (Employees’ State Insurance Corporation)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ল অফিসার
শূন্যপদের সংখ্যা: ১০টি
শূন্যপদের বিবরণ: 
এনটিপিসি ভারতের ইন্টিগ্রেটেড কম্পানিগুলির মধ্যে অন্যতম। দেশের সর্বোচ্চ বিকাশ ও উন্নতিতে বদ্ধপরিকর এই কম্পানি আগামী ২০৩২ সালের মধ্যে দেশে ১৩০ গিগাওয়াট বিদ্যুৎ তৈরির চ্যালেঞ্চ গ্রহন করেছে। 
NTPC Recruitment 2021: আবেদনের পদ্ধতি
প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে careers.ntpc.co.in গিয়ে আবেদন করতে পারবেন। 
NTPC Recruitment 2021: আবেদন ফি
জেনারেল/ অর্থনৈতিক ভাবে অনগ্রসর ক্যাটাগরি/ ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি/ প্রাক্তণ চাকরিজীবী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি মকুব করা হয়েছে। 
NTPC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
ল’তে ব্যাচেলর ডিগ্রি (সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি বা সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রি) প্রাপ্ত প্রার্থী যারা ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তারা আবেদনের যোগ্য। এছাড়াও প্রার্থীদের বার কাউন্সিলে নিজেদের নাম রেজিস্ট্রার করাতে হবে। 
NTPC Recruitment 2021: বয়সসীমা
আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর ধার্য করা হয়েছে।
NTPC Recruitment 2021: বিশেষ ঘোষণা
যোগ্য প্রার্থীদের অবশ্যই CLAT-২০২১ (Common Law Admission Test-2021) স্নাতকোত্তর পরীক্ষার প্রোগ্রামের জন্য উপস্থিত হতে হবে (ন্যাশনাল ল ইউনিভার্সিটির কনসোর্টিয়াম দ্বারা পরিচালিত)।
অন্য কোনও বছরের CLAT স্কোর বা অন্য কোনো পরীক্ষার স্কোর বিবেচনা করা হবে না। CLAT-২০২১ পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার প্রোগ্রামে উপস্থিত সমস্ত আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ওয়েবসাইটের ক্যারিয়ার অপশনে লগ ইন করতে হবে।  প্রার্থীদের আবেদনের জন্য ntpc.co.in অথবা www.ntpc.co.in-এর ক্যারিয়ার বিভাগে যেতে হবে।  শুধুমাত্র অনলাইন মোডে আবেদনপত্র গ্রহণ করা হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারেন।
NTPC Recruitment 2021: বেতনক্রম
মাসিক ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা বেতনক্রম ধার্য করা হয়েছে। 
সরাসরি আবেদন করার লিঙ্ক https://careers.ntpc.co.in/2021_CLAT_Adv_122021/searchjobs.php

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

Latest Videos

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: Bank of Baroda Recruitment 2021: মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাংক অফ বরোদা, কীভাবে আবেদন করবেন

Share this article
click me!

Latest Videos

ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
তার ছুঁতেই ঘটলো বিপত্তি! আতঙ্কে কাঁপছে Bangaon-র বাসিন্দারা! দেখুন | North 24 Parganas News Today
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট