RCF Apprentice Recruitment 2022- রেলওয়ে কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ

আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট rcf.indianrailways.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 

বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের ৩১ জানুয়ারি, ২০২২ তারিখের ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
RCF Apprentice Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: রেল কোচ ফ্যাক্টরি (Rail Coach Factory) 
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৫৬টি
শূন্যপদের বিবরণ
ফিটার- ৪টি পদ
ওয়েল্ডার- ১টি পদ
মেশিনিস্ট- ১৩টি পদ
পেইন্টার- ১৫টি পদ
কার্পেন্টার- ৩টি পদ
মেকানিক- ৩টি পদ
ইলেক্ট্রিশিয়ান- ৭টি পদ
ইলেকট্রনিক মেকানিক- ৯টি পদ
এসি এবং রেফ. মেকানিক- ১টি পদ
RCF Apprentice Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ ১০ম শ্রেণির পরীক্ষা বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (National Council for Vocational Training)  দ্বারা জারি করা এডুকেশন প্রোগ্রামে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
RCF Apprentice Recruitment 2022: আবেদনের বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ১৪ থেকে ২৫ বছরের মধ্যে হওয়াই বাঞ্ছনীয়।
RCF Apprentice Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী সকল প্রার্থীদের প্রস্তুতকৃত মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে। যে ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করা হবে সেই ট্রেডে ম্যাট্রিকুলেশন + আইটিআই নম্বরের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে।
RCF Apprentice Recruitment 2022: আবেদন ফি
প্রার্থীদের অনলাইন মোডের মাধ্যমে ১০০ টাকা আবেদন ফি বাবদ দিতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি পরিশোধ করতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
উল্লিখিত পদে আবেদন ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে আরও অধিক জানতে এই বিশদ বিজ্ঞপ্তির লিঙ্কে https://rcf.indianrailways.gov.in/uploads/files/Notification_Act_App2021-22.pdf গিয়ে দেখতে পারেন।

আরও পড়ুন: Saraswat Bank Recruitment 2021- ৩০০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে রাজ্যের এই ব্যাংক, আজই আবেদন করুন

Latest Videos

আরও পড়ুন: ESI Corporation Recruitment 2021- ১,১২০ শূন্যপদে অফিসার নিয়োগ করবে দেশের এই নামী কম্পানি! আজই আবেদন করুন

আরও পড়ুন: NTPC Recruitment 2021- মাসিক ১ লক্ষ ২০ হাজার টাকা বেতনে ল অফিসার নিয়োগ করবে এই সংস্থা

আরও পড়ুন: ESIC recruitment 2021- ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে এই নামী সংস্থা, জানুন কোথায় এবং কীভাবে আবেদন করবেন

Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News