মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই প্রতিষ্ঠান! ৪৬২ শূন্যপদে নিয়োগ চলছে

আগ্রহীরা ওয়েবসাইট https://sgpgims.org.in/Home/Recruitment.html থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

চাকরি প্রার্থীদের দারুন সুযোগ! মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (Sanjay Gandhi Post Graduate Institute of Medical Science)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সিস্টার গ্রেড-II (Sister Grade-II), মেডিকেল টেকনোলজিস্ট (Medical Technologist) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট https://sgpgims.org.in/Home/Recruitment.html থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
SGPGIMS Technologist Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ৩০ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের প্রেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।

SGPGIMS Technologist Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (Sanjay Gandhi Post Graduate Institute of Medical Science)
পদের নাম: সিস্টার গ্রেড-II, মেডিকেল টেকনোলজিস্ট সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৪৬২টি
সিস্টার গ্রেড- II- ৮০টি পদ 
টেকনিশিয়ান- ৯টি পদ
মেডিকেল টেকনোলজিস্ট- ২৯টি পদ
জুনিয়র মেডিকেল টেকনোলজিস্ট- ৪টি পদ

Latest Videos

প্রার্থীরা নীচে স্ক্রোল করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ দেখতে পারেন।

SGPGIMS Technologist Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
সিস্টার গ্রেড- II- স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে বিএসসি ডিগ্রি। এছাড়াও B.Sc. (পোস্ট সার্টিফিকেট) / পোস্ট বেসিক B.Sc থাকতে হবে। রাজ্য/ভারত নার্সিং কাউন্সিলে নার্স এবং মিডওয়াইফ হিসাবে রেজিস্ট্রেশন থাকতে হবে। ভারতীয় নার্সিং থেকে মিডওয়াইফারি বা জেনারেল নার্সিং ডিপ্লোমা প্রাপ্তরা আবেদনের যোগ্য।
টেকনিশিয়ান- (১০ + ২ পরীক্ষা পদ্ধতিতে) বিজ্ঞান বিষয় সহ উত্তীর্ণ হতে হবে।
রেডিওগ্রাফিতে ডিপ্লোমা (২ বছরের কোর্স) এছাড়াও ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে রেডিওগ্রাফার হিসেবে।
মেডিকেল টেকনোলজিস্ট- স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরি টেকনোলজিতে মেডিকেলে স্নাতক ডিগ্রি। দুই বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
জুনিয়র মেডিকেল টেকনোলজিস্ট- (১০ + ২ পরীক্ষা পদ্ধতিতে) বিজ্ঞান বিষয় সহ উত্তীর্ণ হতে হবে। এক বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
SGPGIMS Technologist Recruitment 2022: বয়স সীমা
আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম বয়স ১৮ বছর এবং আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৪০ বছর।
SGPGIMS Technologist Recruitment 2022: বেতন সীমা
প্রতি মাসে ২০০০০ – ৩৫০০০ টাকা।
SGPGIMS Technologist Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের তাদের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হবে
কমন রিক্রুটমেন্ট টেস্ট/স্কিল টেস্ট 
সাক্ষাৎকার
SGPGIMS Technologist Recruitment 2022: আবেদন পদ্ধতি
SGPGIMS এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
Recruitment এ যান এবং আবেদন করার জন্য পোস্ট নির্বাচন করুন।
Apply Online -> New Registration-এ ক্লিক করুন।
রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
আবেদন ফি প্রদান করুন।
অবশেষে, অনলাইন আবেদনপত্র জমা দিন।
SGPGIMS Technologist Recruitment 2022: আবেদন ফ:
UR/OBC/EWS: ১১৮০ টাকা
SC/ST: ৭০৮ টাকা
ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য নানান বিষয় জানতে এখানে প্রদত্ত লিঙ্কটি https://sgpgims.org.in/Home/adm/Website%20-%20Final_English_Advt_v1.2%20-%20Sister%20Gd-2%20-18.1.2022.pdf ব্যবহার করতে পারেন। সরাসরি আবেদনের লিঙ্ক https://sgpgims.org.in/Home/Recruitment.html
 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar