চাকরি প্রার্থীদের দারুন সুযোগ, প্রচুর সংখ্যক পদে নিয়োগ করবে ন্যাশনাল হেলথ মিশন, আজই আবেদন করুন

গ্রহীরা ওয়েবসাইট http://deoghar.nic.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 

Web Desk - ANB | Published : Mar 20, 2022 9:37 AM IST

শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের দারুন সুযোগ! বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল হেলথ মিশন, দেওঘর (National Health Mission)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্টাফ নার্স (Staff Nurse), স্টোর কিপার (Store Keeper) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট http://deoghar.nic.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
NHM Deoghar Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ৫ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
NHM Deoghar Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল হেলথ মিশন, দেওঘর (National Health Mission)
পদের নাম: স্টাফ নার্স, স্টোর কিপার সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ১৫৪টি
এএনএম (RCH)- ৫৭টি পদ
স্টাফ নার্স (আরসিএইচ) ২টি পদ
স্টোর কিপার এবং প্রো এমআইএস অপারেটর (আরসিএইচ) ১টি পদ
RMCHC+A কাউন্সেলর (RCH) ২টি পদ
আয়ুষ ফার্মাসিস্ট (RCH) ২টি পদ
এএনএম (MTC) ৪টি পদ
নিউট্রিশিয়ান কাউন্সিলার (MTC) ৫টি পদ
কুক এবং অ্যাটেনডেন্ট (MTC) ২টি পদ
এএনএম (RBSK) ৮টি পদ
স্টাফ নার্স (আরবিএসকে) ১ জন
ফার্মাসিস্ট (RBSK) ১৩টি পদ
ডেন্টাল টেকনিশিয়ান (RBSK) ১টি পদ
সোশ্যাল ওয়ার্কার (RBSK) ১টি পদ
এএনএম (NUHM) ১১টি পদ
স্টাফ নার্স (NUHM) ১০টি পদ
ল্যাব টেকনিশিয়ান (NUHM) ৩টি পদ
ফার্মাসিস্ট (NUHM) ৩টি পদ
স্টাফ নার্স (SNCU) ৯টি পদ
স্টাফ নার্স (NBSU) ৪টি পদ
জিএনএমএস- জেলা NCD ক্লিনিক ২টি পদ
রিহ্যাবিলিটিশন অন ওয়ার্কার NPHCE ৭টি পদ
স্যানিটারি অ্যাটেনডেন্ট (NPHCE) ২টি পদ
হসপিটাল অ্যাটেনডেন্ট (NPHCE) ২টি পদ
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (NMHP) ১টি পদ
সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার (NMHP) ১টি পদ
প্রার্থীরা নীচে স্ক্রোল করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ দেখতে পারেন।

NHM Deoghar Recruitment 2022: বয়সসীমা
জেনারেল ক্যাটাগরি: ২১-৩৫ বছর
ওবিসি (নন-ক্রিমি লেয়ার): ২১ – ৩৭ বছর
এসসি/এসটি: ২১ –৪০ বছর
NHM Deoghar Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
এএনএম (RCH)- ১০+২ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ 
স্টাফ নার্স (আরসিএইচ)- ১০+২ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ বা ৩ বছরের জেনারেল নার্সিং সহ ইন্টারমিডিয়েট পাস
স্টোর কিপার এবং প্রো এমআইএস অপারেটর (আরসিএইচ)- ফার্মেসিতে ডিপ্লোমা
RMCHC+A কাউন্সেলর (RCH)- মাস্টার্স/স্নাতক ডিগ্রী
আয়ুষ ফার্মাসিস্ট (RCH) - আয়ুর্বেদিক ফার্মেসিতে ডিপ্লোমা
এএনএম (MTC) ১০+২ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ
নিউট্রিশিয়ান কাউন্সিলার (MTC)- স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি
কুক এবং অ্যাটেনডেন্ট (MTC)- কুকিংয়ে ডিপ্লোমা
এএনএম (RBSK)- ১০+২ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ
স্টাফ নার্স (আরবিএসকে)- ১০+২ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ বা ৩ বছরের জেনারেল নার্সিং সহ ইন্টারমিডিয়েট পাস
ফার্মাসিস্ট (RBSK)- ফার্মেসিতে ডিপ্লোমা
ডেন্টাল টেকনিশিয়ান (RBSK)- ডেন্টালে ডিপ্লোমা
সোশ্যাল ওয়ার্কার (RBSK)- পিজি ডিগ্রি
এএনএম (NUHM)- ১০+২ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ
স্টাফ নার্স (NUHM)- ১০+২ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ বা ৩ বছরের জেনারেল নার্সিং সহ ইন্টারমিডিয়েট পাস
ল্যাব টেকনিশিয়ান (NUHM)- ১০+২ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ বা ৩ বছরের জেনারেল নার্সিং সহ ইন্টারমিডিয়েট পাস বা ডিপ্লোমা ইন ল্যাব টেকনিশিয়ান
ফার্মাসিস্ট (NUHM)- ফার্মেসিতে ডিপ্লোমা
স্টাফ নার্স (SNCU)- ১০+২ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ বা ৩ বছরের জেনারেল নার্সিং সহ ইন্টারমিডিয়েট পাস
স্টাফ নার্স (NBSU)- ১০+২ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ বা ৩ বছরের জেনারেল নার্সিং সহ ইন্টারমিডিয়েট পাস
জিএনএমএস- জেলা NCD ক্লিনিক- জেলা NCD ক্লিনিক 10+2 বা 3 বছরের সাধারণ নার্সিং সহ ইন্টারমিডিয়েট
রিহ্যাবিলিটিশন অন ওয়ার্কার NPHCE- কর্মীর পুনর্বাসন
স্যানিটারি অ্যাটেনডেন্ট (NPHCE)- দশম শ্রেণি পাস
হসপিটাল অ্যাটেনডেন্ট (NPHCE)- দশম শ্রেণি পাস
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (NMHP)- মনোবিজ্ঞানে পিজি ডিগ্রি
সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার (NMHP)- পিজি ডিগ্রি

NHM Deoghar Recruitment 2022: আবেদন ফী
জেনারেল/ বিসি-I/ BC-II: ৪০০ টাকা
এসসি/এসটি: ২০০ টাকা
NHM Deoghar Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা/দক্ষতা মূলক পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে।
NHM Deoghar Recruitment 2022: আবেদন পদ্ধতি
এই লিঙ্ক ব্যবহার করে অফিসিয়াল ওয়েবসাইটে http://deoghar.nic.in/ যান।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনপত্র খুঁজুন ও ডাউনলোড করুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন এবং পড়ার পরে, আবেদনপত্রটি পূরণ করুন।
আবেদনপত্রের সঙ্গে বিজ্ঞপ্তিতে চাওয়া নথির জেরক্স কপি সহ প্রতিষ্ঠানের নিজস্ব ঠিকানায় পাঠান। প্রতিষ্ঠানের ঠিকানা বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। 
সরাসরি আবেদন করার জন্য ও সম্পূর্ণ নোটিশটি পড়ার জন্য প্রার্থীরা এই লিঙ্কটি https://drive.google.com/file/d/19qoxmNwPUp_ETmMNV-S7shNyew5-TUrV/view?usp=sharing ব্যবহার করতে পারেন।

Share this article
click me!