NCSM Recruitment 2022- চাকরি প্রার্থীদের দারুন সুযোগ! বিভিন্ন পদে নিয়োগ করবে ন্যাশনাল মিউজিয়াম

আগ্রহীরা ওয়েবসাইট ncsm.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- চাকরি প্রার্থীদের দারুন সুযোগ! বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (National Council of Science Museums)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কিউরেটর 'B' (Curator ‘B’), অ্যাসিস্ট্যান্ট এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার (Assistant Executive Engineer), সেকশন অফিসার (Section Officer) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট ncsm.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
NCSM Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ২৫ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের প্রেস্ক্রাইব ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। 
ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
NCSM Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (National Council of Science Museums)
পদের নাম: কিউরেটর 'বি', অ্যাসিস্ট্যান্ট এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার, সেকশন অফিসার
শূন্যপদের সংখ্যা: ৯টি
কিউরেটর ‘বি’- ৫টি পদ
অ্যাসিস্ট্যান্ট এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার- ১টি পদ
সেকশন অফিসার (SO)- ২টি পদ
অফিস অ্যাসিস্ট্যান্ট Gr I- ১টি পদ
প্রার্থীরা নীচে স্ক্রোল করে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণ দেখতে পারেন।

NCSM Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক, বি.টেক/ বি.ই/ এম.এসসি/ এম.ই/ এম.টেক/ এমএস/ এম.ফিল/পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে।
NCSM Recruitment 2022: বয়সসীমা
কিউরেটর ‘বি’- ৩৫ বছর।
অ্যাসিস্ট্যান্ট এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার- ৩০ বছর।
সেকশন অফিসার (SO), অফিস অ্যাসিস্ট্যান্ট Gr I- ৩০ বছর।
NCSM Recruitment 2022: আবেদন ফী
কিউরেটর ‘বি’ এবং অ্যাসিস্ট্যান্ট এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার– ৫০০ টাকা
সেকশন অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট Gr I– ৩০০ টাকা
NCSM Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা অথবা সাক্ষাৎকার।
NCSM Recruitment 2022: কীভাবে আবেদন করবেন?
অফিসিয়াল সাইট @ ncsm.gov.in দেখুন
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস (NCSM) মেইন পেজ খুলবে।
Notice -> Recruitment অপশনে ক্লিক করুন।
বিজ্ঞাপন নম্বর 02/2022 খুঁজুন এবং এটিতে ক্লিক করুন।
সাবধানে সমস্ত বিবরণ পড়ুন।
আপনি যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করেন তাহলে ২৫ মার্চ ২০২২ তারিখে বা তার আগে উল্লিখিত পদের জন্য আবেদন করুন।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে এই ঠিকানায় আবেদনপত্রতি পাঠাতে হবে ‘National Council of Science Museums, Block – GN, Sector – V, Bidhan Nagar, Kolkata – 700 091’। 
ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য নানান বিষয় জানতে এখানে প্রদত্ত লিঙ্কটি https://files.freshersnow.com/wp-content/uploads/2022/03/NCSM-Vacancy.pdf ব্যবহার করতে পারেন।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু