আগ্রহীরা ওয়েবসাইট https://www.upsc.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)। কমিশনের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে (Indian Forest Service) পরীক্ষার মাধ্যমে প্রচুর পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট https://www.upsc.gov.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
UPSC IFS Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জাম দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
UPSC IFS Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)
পদের নাম: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস
শূন্যপদের সংখ্যা: ১৫১টি
UPSC IFS Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই অ্যানিমেল হাসবেন্ডারি ও ভেটেরিনারি সায়েন্স, বটানি, কেমেস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স এবং জুলজি বা অ্যাগ্রিকালচার, ফরেস্ট্রিতে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
UPSC IFS Recruitment 2022: বয়সসীমা
২১ থেকে ৩২ বছর (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে ছাড় থাকবে)
UPSC IFS Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষা দুটি পরপর পর্যায় নিয়ে গঠিত হবে: সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেইন), প্রার্থীদের নির্বাচনের জন্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেইন) পরীক্ষা (লিখিত এবং সাক্ষাত্কার) অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে, তারপর, কমিশন যে প্রার্থীদের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (প্রধান) পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে ঘোষণা করবে তাদের আবার আবেদন করতে হবে এবং অনলাইনে বিস্তারিত আবেদনপত্র-I জমা দিতে হবে। DAF-I] জন্মতারিখের সমর্থনে স্ক্যান করা নথি/শংসাপত্র সহ বিভাগ যেমন SC/ST/OBC (OBC অ্যানেক্সার ছাড়া)/EWS [অর্থনৈতিকভাবে দুর্বল বর্গ] (EWS অ্যানেক্সার সহ)/PwBD/Ex-Serviceman} এবং প্রয়োজনীয় পরীক্ষার ফি সহ শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র জমা দিতে হবে।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (প্রধান) পরীক্ষায় যোগ্য বলে ঘোষণা করা প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষা (সাক্ষাৎকার) শুরু হওয়ার আগে অনলাইন বিশদ আবেদনপত্র-II (DAFII) জোন/ক্যাডারের পছন্দের ক্রমটি বাধ্যতামূলকভাবে নির্দেশ করতে হবে। ২০২২ সালের নভেম্বরে প্রধান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ প্রধান পরীক্ষা নিম্নলিখিত কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে: ভোপাল, চেন্নাই, দিল্লি, দিসপুর (গুয়াহাটি), হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, নাগপুর, পোর্ট ব্লেয়ার এবং সিমলা৷
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আরও বিস্তারিত ভাবে জানতে এই লিঙ্কটি https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=download-upsc-ifs-recruitment-2022-notification.pdf ব্যবহার করতে পারেন। সরাসরি আবেদন করতে চাইলে প্রার্থীরা এই লিঙ্কটি https://upsconline.nic.in/mainmenu2.php ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: প্রকাশিত হতে চলেছে CTET 2021, কীভাবে জানবেন ফল, রইল বিস্তারিত তথ্য
আরও পড়ুন: গ্র্যাজুয়েশন শেষে কোন খাতে বইবে কেরিয়ার, রইল তার সুলুক সন্ধান
আরও পড়ুন: চীনা শিক্ষাব্যবস্থায় লাভবান বাংলাদেশী পড়ুয়ারা, কোন লাভের আশায় চীনে ছুটছেন তাঁরা