'ব্রাত্য' রাজ্যপাল, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে হাজির তিন মন্ত্রী

  • রাজ্যপালকে ছাড়াই নির্বিঘ্নেই মিটল পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালের সমাবর্তন
  • পড়ুয়াদের হাতে পদক ও মানপত্র তুলে দিলেন উপাচার্য
  • অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের তিন মন্ত্রী
  • শোকজ নিয়ে ইঙ্গিতপূ্র্ণ মন্তব্য উপাচার্যের
     

এমনটা যে হবে, তা জানাই ছিল। আচার্য তথা রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দিলেন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আচার্যের তরফে যদি নিয়ম মেনে শোকজের চিঠি পাঠানো হয়, তাহলে উত্তর দেবেন। তাহলে কি নিয়ম মেনে তাঁকে শোকজ করা  হয়নি? বিতর্ক উস্কে দিলেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বয়ং।

Latest Videos

 

কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমন্ত্রিত ছিলেন গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও  বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। অনুষ্ঠান মঞ্চে হাজিরও ছিলেন তাঁরা। কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি খোদ বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড়কে।  ঘটনায় টুইট করে ক্ষোভ উগরে দেন তিনি। প্রশ্ন তোলেন, 'আমরা কোন পথে এগিয়ে চলেছি!'

 

 

স্রেফ ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি আচার্য জগদীপ ধনখড়। বৃহস্পতিবার, অর্থাৎ সমাবর্তনে আগের দিন কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শোকজও করেছেন তিনি। সমাবর্তনে কেন আচার্যকে আমন্ত্রণ জানানো হয়নি? তাঁর আইনি ব্যাখ্যাও চেয়েছিলেন জগদীপ ধনখড়। এমনকী, প্রোটোকল ভাঙায় উপাচার্যকে অপসারণের দাবিও তুলেছেন তিনি।

 

এসবের মাঝেই শুক্রবার নির্বিঘ্নেই মিটল কোচবিহারের পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান। ৩৯ জন পড়ুয়াকে স্বর্ণপদক এবং ৪৪ জনের হাতে রূপোর পদক তুলে দিলেন উপাচার্য। পঞ্চানন বর্মা স্মৃতি স্মারক পুরস্কার পেলেন প্রাক্তন সাংসদ প্রসেনজিৎ বর্মন।

Share this article
click me!

Latest Videos

কার নাম বললেন? স্যালাইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শুভেন্দুর! | Suvendu Adhikari Saline Controversy
Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata