উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষ রণক্ষেত্র দিনহাটা কলেজ

 

  • উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী
  • টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দিনহাটা কলেজ
  • সংঘর্ষে গুরুতর আহত তিনজন
  • কলেজে মোতায়েন পুলিশ

যেদিন উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের দিনহাটা কলেজ। সংগঠনের একটি গোষ্ঠীর সদস্যদের উপর অপর গোষ্ঠীর সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ।  গুরুতর জখম তিনজন।

দিনহাটা কলেজে ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদেরই দখলে। দীর্ঘদিন ধরেই কলেজে সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন অজয় রায় নামে শাসকদলের এক ছাত্রনেতা। সোমবার সকালে টিএমসি-র অপর গোষ্ঠীর নেতা সাবির শাহ চৌধুরী ও জয় ঘোষ বেশ কয়েকজন বহিরাগতকে নিয়ে কলেজে ঢুকে পড়ে এবং তৃণমূলের ছাত্রনেতা অজয় রায়ের অনুগামীদের উপর হামলার চালানো চেষ্টা করে বলে অভিযোগ। খবর পাওয়ামাত্রই দিনহাটা কলেজে পৌঁছয় বিশাল পুলিশ। পুলিশ যখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তখন কলেজের বাইরে ফের অজয় রায়ের অনুগামীদের হামলা হয় বলে জানা গিয়েছে। ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। আহতেরা ভর্তি কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে এই ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা কলেজে। অশান্তি ঠেকাতে কলেজে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।

Latest Videos

আরও পড়ুন: কাকার সঙ্গে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ কিশোর, ফের শুটআউট মুর্শিদাবাদে

উল্লেখ্য, সোমবার উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে শিলিগুড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটে নাগাদ উৎসবের সূচনা করেন তিনি। উৎসবের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী। এরইমধ্যে দিনহাটা কলেজের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের অস্বস্তি বাড়ল বলে মনে করছে ওয়াকিবহালমহল।

 

Share this article
click me!

Latest Videos

ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে
‘TMC তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই শেষ হচ্ছে’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Adhir Ranjan Chowdhury-র
'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' Abhijit Ganguly-কে চরম শাসানি Babul Supriyo-র