ফের ভয়ঙ্কর করোনা - প্রায় ১ লক্ষে পৌঁছে গেল দৈনিক সংক্রমণ, উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী

ফের ভয়ঙ্কর রূপ নিচ্ছে ভারতের করোনা পরিস্থিতি

প্রায় ১ লক্ষে পৌঁছে গেল দৈনিক নতুন সংক্রমণ

গত বছরের সেপ্টেম্বরের পর এই প্রথম

তড়িঘড়ি উচ্চ পর্যায়ের  বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী

ফের প্রায় ১ লক্ষে পৌঁছে গেল ভারতের দৈনিক করোনা সংক্রমণের ঘটনা। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হিসাবে নতুন সনাক্ত হয়েছেন ৯৩,২৪৯ জন। আর এই সময়কালে করোনা জনিত কারণে মৃত্যু হয়েছে ৫১৩ জনের।

গত বছর ১৬ সেপ্টেম্বর ভারতের দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা পৌঁছেছিল ৯৭,৮৯৪-তে। সেটিই এখনও পর্যন্ত একদিনে ভারতের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। তবে সেপ্টেম্ববরের মাঝামাঝি শিখর ছোঁয়য়ার পর থেকে ধীরে ধীরে সংক্রমণের তীব্রতা কমছিল। গত ১৫ ফেব্রুয়ারি তা নেমে এসেছিল দশ হাজারেরও নিচে, ৯,১২১-এ। কিন্তু মার্চ মাসের শুরু থেকে আবার একটানা লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণের মাত্রা। এক মাসের মধ্যেই অবস্থাটা ফের পাল্টে গিয়েছে।    

Latest Videos

সব মিলিয়ে বর্তমানে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১,২৪,৮৫,৫০৯-এ। আর করোনার কারণে মোট মৃত্যু হয়েছে ১,৬৪,৬২৩ জনের। করোনা জয় করেছেন মোট ১,১৬,২৯,২৮৯ জন। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬,৯১,৫৯৭ জন।

শনিবার অবশ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল করোনা ফের ভারতে রুদ্রমূর্তি ধারণ করলেও নতুন সংক্রমণের ঘটনার ৮১ শতাংশেরও বেশি ঘটছে এখনও মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং মধ্যপ্রদেশ - এই আটটি রাজ্যে।
এর মধ্যে মহারাষ্ট্রে গত একমাস ধরে করোনভাইরাস সংক্রমণ সবচেয়ে ভয়ানক অবস্থায় রয়েছে। গত ২০০ মার্চ থেকে ২ এপ্রিল তারিখের মধ্যে এই রাজ্যে নতুন করে ৪,৮২,০৫৫ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।

এই অবস্থায় কোভিড-১৯ মোকাবিলা এবং টিকাকরণ অভিযান সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য রবিবার সকালেই মন্ত্রিসভার সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, সহ বিভিন্ন দফতর ও বিভাগের সকল উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today