দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ মোকাবিলায় আরও একবার তৎপর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার অক্সিজেন ও ওষুধের প্রাপ্যতা ও সরবরাহ নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে রেমডেসিভির সহ সমস্ত জরুরি ওষুধের উৎপাদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, অক্সিজেন সরবরাহ গত বছর অর্থাৎ করোনাভাইরাসের প্রথম তরঙ্গের তুলনায় প্রায় তিন গুণ বেড়েছে। প্রধানমন্ত্রীকে জানান হয়েছে সরকার কোভিড ওষুধের সরবরাহ দিকে সক্রিয় পর্যবেক্ষণ করছে।
এদিন প্রধানমনন্ত্রীকে এপিআই স্টক সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে জানান হয়েছে রাজ্যগুলিকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। এদিন ওষুধের সঙ্গে অক্সিজেনের সহজলভ্যতা ও সরবরাহের পরিস্থিতি নিয়েও দীর্ঘ আলোচনা করেন। সেখানেই প্রধানমন্ত্রীকে জানান হয়েছে দেশবাসীর প্রয়োদনে বিমান ও রেলপথে এমনকি সমুদ্র পথে দ্রুততার সঙ্গে অক্সিজেন নিয়ে আসা হচ্ছে। অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী ভেন্টিলেটর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন রাজ্যগুলিকে গুরুত্ব বুঝে ভেন্টিলেটর ব্যবহার করতে হবে। নির্মাতাদের প্রযুক্তগত প্রশিক্ষণের জন্য কিছু সমস্যা থেকে যাচ্ছে।