করোনা নেগেটিভ হয়েও শেষ রক্ষা হল না, কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অরিজিত সিং-এর মা

Published : May 20, 2021, 04:39 PM IST
করোনা নেগেটিভ হয়েও শেষ রক্ষা হল না, কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অরিজিত সিং-এর মা

সংক্ষিপ্ত

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন  রক্তের প্রয়োজনে ভাইরাল হয়েছিল খবর তবে শেষ রক্ষা হল না মাকে হারালেন অরিজিত সিং

করোনা কাড়ছে একের পর এক মানুষের প্রাণ। প্রতিদিন গড়ে চার হাজার মানুষকে হারাচ্ছে দেশ। সেই তালিকাতে এবার নাম লেখালেন গায়ক অরিজিৎ সিং-এর মা। করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছিল আগেই। চিকিৎসা চলছিল কলকাতার এক বেসরকারী হিসপাতালে। বিভিন্ন সেলিব্রিটির পোস্টের মধ্যে দিয়ে সামনে উঠে আসে, হাসপাতালে ভর্তি তিনি, প্রয়োজন রক্তের। আবেদন জানিয়ে পোস্ট করেছিলেন খোদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 

আরও পড়ুন- কেন দীর্ঘ দিনের সম্পর্ক ডিভোর্সে পৌঁছেগেল, নিজের খামতি নিজেই স্বীকার করেছিলেন হৃত্বিক

এরই কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন অরিজিৎ, তিনি সাফ জানিয়েছিলেন, বহু মানুষের সাড়া পেয়েছেন তিনি। তবে এই সাহায্যের হাত আরও মানুষের প্রতি বাড়িয়ে দিতে হবে। কেবল মাত্র অরিজিৎ সিং বলেই এই উদ্যোগ নিলে চলবে না। যদিও শেষ রক্ষা হল না। সোমবারই করোনা রিপোর্ট এসেছিল নেগেটিভ। বৃহস্পতিবার সেরেব্রাল স্ট্রোক হওয়ার ফলেই মৃত্যু হয় অদিতি সিং-এর। 

এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শোকের ছায়া নেমে আসে অরিজিৎ ভক্তমহলে। ঠিক কীভাবে হঠাৎ করে শরীরের অবস্থার অবনতী ঘটল এখনও স্পষ্ট নয়। সোমবার করোনা নেগেটিভ হলে স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয়নি। বুধবার রাত ১১ টা নাগাত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায়। 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের