কোভিড ১৯-এর গ্রাস থেকে আর রক্ষা পেলেন না ভারতের পরিবেশ আন্দোলনের কিংবদন্তি চরিত্র সুন্দরলাল বহুগুণা। ৯৪ বছর বয়সে কোভিড১৯ তাঁকে ছিনিয়ে নিল। শুক্রবার ঋষিকেশের এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুন্দরলাল বহুগুণা। কোভিড ১৯ পজিটিভ হয়ে বেশ কিছুদিন ধরেই এইমস-এ ভর্তি ছিলেন তিনি।