কোভিড ১৯-এর করাল গ্রাস এবার ছিনিয়ে নিল পরিবেশ আন্দোলনের কিংবদন্তিকে, প্রয়াত হলেন সুন্দরলাল বহুগুণা

Published : May 21, 2021, 02:08 PM IST
কোভিড ১৯-এর করাল গ্রাস এবার ছিনিয়ে নিল পরিবেশ আন্দোলনের কিংবদন্তিকে, প্রয়াত হলেন সুন্দরলাল বহুগুণা

সংক্ষিপ্ত

প্রয়াত হলেন পরিবেশ আন্দোলেন কিংবদন্তি  ভারতে চিপকো আন্দোলেনর জনক বলা হয় তাঁকে মৃত্যুকালে ৯৪ বছর বয়স হয়েছিল সুন্দরলাল বহুণার কোভিড ১৯-এর মৃত্যুগ্রাস এবার তাঁকেও ছিনিয়ে নিল 

কোভিড ১৯-এর গ্রাস থেকে আর রক্ষা পেলেন না ভারতের পরিবেশ আন্দোলনের কিংবদন্তি চরিত্র সুন্দরলাল বহুগুণা। ৯৪ বছর বয়সে কোভিড১৯ তাঁকে ছিনিয়ে নিল। শুক্রবার ঋষিকেশের এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুন্দরলাল বহুগুণা। কোভিড ১৯ পজিটিভ হয়ে বেশ কিছুদিন ধরেই এইমস-এ ভর্তি ছিলেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব