গণপরিবহন কর্মীরা কোভিড যোদ্ধা, নবান্নের ঘোষণা মাত্রই টিকাদান শুরু বাসডিপোতে

  • রায়গঞ্জে সরকারি পরিবহন কর্মীদের কোভিড ভ্যাক্সিনেশন 
  • টিকা দিচ্ছে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর
  • রায়গঞ্জ ডিপোতে ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু
  • সরকারি পরিবহন কর্মীদের মধ্যে খুশির আবহ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারি পরিবহন কর্মীদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষনার পরই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খুশির মেজাজ।  সোমবার রায়গঞ্জে সরকারি পরিবহন কর্মীদের কোভিড ভ্যাক্সিনেশন দেওয়ার কাজ শুরু করল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোতে এই কোভিড ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু করা হয়। 

সরকারি পরিবহন কর্মীদের কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। 

Latest Videos

করোনা আবহেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পরিষেবা দিয়ে চলেছেন সরকারী পরিবহন কর্মীরা। নিত্যদিন রায়গঞ্জ থেকে যাত্রী নিয়ে সরকারি বাসের চালক, কন্ডাকটর ও বাসকর্মীরা শিলিগুড়ি, কোচবিহার, কলকাতা, মালদা, বহরমপুর, বালুরঘাট বাস চালিয়ে পরিষেবা দিয়ে চলেছেন। অনেকে আক্রান্তও হয়েছেন মারণ ভাইরাস করোনা রোগে। 

এক প্রতিকূল অবস্থার মধ্যে সাধারন মানুষের পরিষেবা দিয়ে চলেছেন বাস কর্মীরা। এই সরকারি বাস কর্মীদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের সমস্ত সরকারি বাস কর্মীদের কোভিড টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর।  সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোতে শুরু হল কোভিড টিকাকরণ কর্মসূচি।

রায়গঞ্জ ডিপোর শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র সভাপতি কৌশিক দে সরকার জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের মতো সরকারি বাস কর্মীদের টিকাকরণের উদ্যোগ নেওয়ার জন্য। 

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News