তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে অ্যাকশনে শুভেন্দু, ভোটের মুখে নিলেন বড় পদক্ষেপ

বিরোধী দলনেতা জানালেন, ২০২১ সালে নির্বাচনে জিতে বিধায়ক হওয়া তৃণমূল নেতাদের কাজের খতিয়ানে যারা ব্যর্থ, অকর্মণ্য প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে এলাকায় গিয়ে প্রচার করা হবে, বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে 'চার্জশিট'।

Share this Video

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নয়া উদ্যোগ রাজ্য বিজেপির। বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা জানালেন, ২০২১ সালে নির্বাচনে জিতে বিধায়ক হওয়া তৃণমূল নেতাদের কাজের খতিয়ানে যারা ব্যর্থ, অকর্মণ্য প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে এলাকায় গিয়ে প্রচার করা হবে, বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে 'চার্জশিট'। তৃণমূলকে পরাস্ত করে রাজ্যে বিজেপি সরকার গড়ার জন্য ভোটারদের আবেদনও জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

Related Video