Coronavirus in WB: আতঙ্ক বাড়ছে বাংলায়, ফের একদিনে আক্রান্তের সংখ্যা পার করল ১৮ হাজারের গণ্ডি

৮ জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা করোনা বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়েছেন ১৮ হাজার ৮০২ জন। যা আগের দিনে থেকে প্রায় ৬০০ বেশি।

Jaydeep Das | Published : Jan 8, 2022 2:28 PM IST

করোনা উদ্বেগ যেন কিছুতেই পিছু ছাড়ছে বাংলার(Coronavirus in Westbengal)। প্রত্যহই হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এদিকে ৮ জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের(Ministry of Health) তরফে জারি করা করোনা বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়েছেন ১৮ হাজার ৮০২ জন। যা আগের দিনে থেকে প্রায় ৬০০ বেশি। অন্যদিকে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের(total corona cases in the state) সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৩০ হাজার ৭৫৯। অন্যদিকে এখনও পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যাঁ দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৩৩। ৮ জানুয়ারি পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর(activate coronavirus patient) সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৫৫ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৫.২৭ শতাংশ। মৃত্যু হার দাঁড়িয়েছে ১.১৫ শতাংশ। এদিকে এদিন দিনভর রাজ্যে ৬৩ হাজার ৫১৮ জনের নমুণা পরীক্ষা হয় বলে রাজ্যের করোনা বুলেটিনে(State Corona Bulletin) জানা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যে মোট ২০৩ টি হাসপাতালে করোনা রোগীদের সেবা চলছে। শুধুমাত্র করোনা হাসপাতাল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ১৯৪টি হাসপাতালকে। অন্যদিকে গোটা রাজ্যে মোট আক্রান্তদের মধ্যে ৫৯ হাজার ২০৮ জন বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে বলে জানা যাচ্ছে। হাসাপাতেল ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৭৮। পাশাপাশি সেফ হোমে রয়েছে ১৬৯ জন। এদিকে এই আতঙ্কের আবহেও রাজ্যে হতে চলেছে গঙ্গাসাগন মেলা। আর সেই কারণে ভিড় বাড়তে শুরু করেছে বাবুঘাটে। সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে সরকারের তরফে। তবে রাজ্য সরকারের গত ২৪ ঘণ্টার করোনা বুলেটিন বলছে এখনও পর্যন্ত রাজ্যে পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ২৯.৬০ শতাংশ। যা সবথেকে বেশি উদ্বেগ বাড়িয়ছে স্বাস্থ্য আধিকারিকদের। অন্যদিকে অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি গোটা রাজ্যেই আরটি-পিসিআর টেস্টের উপর নতুন করে জোর দেওয়া হয়েছে। তবে দুই পরীক্ষার বর্তমান অনুপাত রয়েছে গোটা রাজ্যে ৫৪:৪৬।

আরও পড়ুন-কমিশনের কোভিড বিধি আদৌও কী মানা হবে, নির্দেশিকা নিয়ে কী বলছে রাজ নেতারা

এদিকে গোটা রাজ্যের মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়িয়ে চলেছে কলকাতা। সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৮ হাজার ৪৭৯। পাশাপাশি হাওড়ায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯ হাজার ৭২১। পাশাপাশি হুগলীতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজারের বেশি। এদিকে করোনাকে বাগে আনতে গোটা রাজ্যেই চলছে আংশিক লকডাউন। বন্ধ রয়ছে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই।    

Share this article
click me!