কোভিডে মৃত্যু শূন্য উত্তর ২৪ পরগণা, রাজ্যে সংক্রমণ কমলেও শীর্ষে কলকাতা

রাজ্যে ধীরেধীরে অনেকটাই কমে এসেছে কোভিড সংক্রমণ। গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী  ফের আক্রান্তের সংখ্য়া কমল।  

রাজ্যে ধীরেধীরে অনেকটাই কমে এসেছে কোভিড সংক্রমণ। স্বাভাবিক হয়েছে জনজীবন। গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী ( WB COVID Bulletin) , ফের আক্রান্তের সংখ্য়া কমল। রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন এবার  ২৪৬ জন। যেখানে গত ৪৮ ঘন্টা আগে রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছিল ২৭২ জন। যদিও সংক্রমণ সামান্য হলেও ফের বাড়ল কলকাতায়। এবার সারা বাংলায় কোভিড গ্রাফের নিরিখে শীর্ষে কলকাতা। তবে কলকাতা-সহ বাকি জেলাগুলিতে কী পরিস্থিতি চলুন দেখে নেওয়া যাক।

বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী,  রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ আগের থেকে বেড়েছে।রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন  ২৪৬ জন ।  যার মধ্য়ে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত হয়েছেন ৫০ জন। কলকাতার পাশাপাশি একই হারে দৈনিক সংক্রমণ বেড়েছে হাওড়াতে।   পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়েও সংক্রমণ একজায়গায় দাড়িয়ে, অর্থাৎ কমেনি কিছুই।  যদিও দৈনিক সংক্রমণের ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা।  উত্তর ২৪ পরগণায় গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৩৫জন।  রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী,  হাওড়াতে এই মুহূর্তে আক্রান্ত বেড়ে ২১ জন,  হুগলিতে একই জায়গায় দাঁড়িয়ে ১০ জন এবং  দক্ষিণ ২৪ পরগণাতে কমে একদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ জন।   তবে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কমে ৫ জন এবং দার্জিলিংয়ে স্থির এখনও, গত চব্বিশ ঘন্টায় ১৪  জন  আক্রান্ত হয়েছেন এখানে। 

Latest Videos

আরও পড়ুন, আনিস খুনে অনির্দিষ্টকালের ছুটিতে গেলেন আমতা থানার ওসি, ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত

স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী,  কোভিডে মৃত্যু সংখ্যা  গত চব্বিশ ঘন্টায় এবার ৪ জেলায় দাঁড়িয়েছে।  কোভিডে এবার মৃত্যু কমে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কলকাতায়। এখানে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জেলা ১ জন করে হাওড়া, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে মৃত্য়ু হয়েছে। তবে উত্তর ২৪ পরগণা,   দার্জিলিং, দক্ষিণ ২৪ পরগণা,নদিয়া, হুগলি,  জলপাইগুড়ি, মালদহ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ,  দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রামে, বাঁকুড়া,  আলিপুরদুয়ার,  বীরভূম, কোচবিহারে কোভিডে আক্রান্ত মৃত্য়ু থেমেছে। উল্লেখ্য, কোভিড বর্ষে রাজ্যের মধ্য়ে সবচেয়ে বেশি এখনও অবধি মৃত্যু হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগণায়।  কলকাতায় এখনও অবধি  মোট মৃতের সংখ্যা ৫,৬৪৯ জন। উত্তর ২৪ পরগণায় এখনও অবধি  মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩৩৫ জন। অপরদিকে,  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ২,১৬২ জন।   পশ্চিমবঙ্গে একদিনে  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২৬ জন।  এই মুহূর্তে  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে  সুস্থতার হার, ৯৮.৮৪ শতাংশ।  

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury