এবার মালদহে হানা দিল করোনা, ধরা পড়ল প্রথম করোনা পজেটিভ

  • এবার মালদাতেও করোনা আতঙ্ক
  • করোনার থাবা থেকে বেঁচেছিল মালদহ
  • পরিযায়ী শ্রমিকের দেহে  করোনা পজেটিভ
  •  উত্তর ২৪ পরগণায় কাজে গিয়েছিলেন আক্রান্ত
     

এবার মালদাতেও করোনা আতঙ্ক। রাজ্য়ে এতদিনে করোনার থাবা থেকে বেঁচেছিল মালদহ। কিন্তু সেখানেও এক পরিযায়ী শ্রমিকের দেহে পাওয়া গেল করোনা পজেটিভ। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি।

গত ২৪ এপ্রিল জেলা প্রশাসনের উদ্যোগ বাস করে উত্তর ২৪ পরগনা থকে ফেরানো হয় বহু শ্রমিককে। ২ টো বাসে করে এদেরকে মালদহে ফেরত নিয়ে আসা হয়। এরা অধিকাংশই মালদার মানিকচক এলাকার বাসিন্দা। এদের একটি দলকে মানিকচক কলেজে কোয়ারান্টিইন করা হয়। আরকটি দলকে মালদহে পলেটেকনিক কলেজে কোয়ারান্টিনে রাখা হয়। 

Latest Videos

পরবর্তীকালে এদের সকলের সোয়াব টেস্ট বা লালারসের নুমনা পরীক্ষা করা হয়। পরে দেখা যায়, মানিকচক কলেজে থাকা দলটির মধ্য়ে একজনের শরীরে করোনা ভাইরাস রয়েছে। খবর পেতেই দ্রুত সেই ব্যক্তিকে মালদহের নারায়ণপুরে বেসরকারি হাসপতালের আইসোলশনে রাখা হয়। বর্তমানে এই হাসপাতালটি কোভিড১৯ আক্রান্তদের চিকিৎসা করছে। 

যদি ওই খবরে মুখে কুলুপ মালদহ জেলা প্রশাসনের। জেলা শাসক থেকে সিএমওএইচ কেউ এই নিয়ে কোনও মন্তব্য় করেনি। জানা গিয়েছে ,আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকাদেরও কোয়রান্টাইন করা হয়েছে। তবে এদের প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে। দ্বিতীয় রিপোর্টের অপেক্ষা করছে সবাই। সূত্রের খবর,মালদহের ওই আক্রান্ত ব্যক্তি মধ্য় বয়স্ক। আক্রান্তের আগে মালদহে কারও শরীরে করোনার জীবাণু  পাওয়া যায়নি। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আক্রান্তকে উত্তরবঙ্গে চ্যাং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari