বহিরাগতদের আনাগোনায় করোনা আতঙ্ক পাড়া 'লক' করে দিলেন স্থানীয় বাসিন্দারা আটকে দেওয়া হল রাস্তাও কলকাতাতেই ঘটেছে এমন ঘটনা
এলাকায় এখনও পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হননি। কিন্ত আতঙ্ক যে পিছু ছাড়ছে না! খাস কলকাতাতেই এবার পাড়া 'লক' করে দিলেন স্থানীয় বাসিন্দারা। বহিরাগতদের প্রবেশ রুখতে বাঁশ ও গাছের ডাল বেঁধে আটকে দেওয়া হল রাস্তা। ঘটনাটি ঘটেছে তারাতলার জিরজিরা বাজার এলাকায়।
করোনা সতর্কতায় লকডাউন চলছে। কিন্তু তাই বলে শহরে রাস্তা-ঘাট যে একেবারেই সুনশান, তা কিন্তু নয়। বরং লকডাউন অপেক্ষা করে এখনও রাস্তায় বেরোচ্ছেন অনেকেই। অতি উৎসাহী কেউ কেউ তো আবার সকাল-সন্ধে রীতিমতো আড্ডাও দিচ্ছেন পাড়ার মোড়ে, চায়ের দোকানে। তারাতলার জিরজিরা বাজার এলাকার ছবিটা অবশ্য অন্যরকম। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। দোকান-পাঠও বন্ধ। তাহলে ভয়টা কীসের? স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা খুব একটা রাস্তায় বেরোচ্ছেন না ঠিকই। কিন্তু পাড়ার ভিতর দিয়ে বাইরের লোকেরা বেহালার পর্ণশ্রী এলাকায় যাতায়াত করেন। তাতেই করোনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে জিনজিরা বাজার বন্দাল পাড়া ৩ নম্বর গেট ও জিনজিরা বাজার ব্যাম সমিতি এলাকায় ঢোকার রাস্তাটি বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় মাঝ-খানে বেঁধে দেওয়া হয় বাঁশ ও গাছের ঘুড়ি। আপাতত আর এলাকায় ঢুকতে পারবেন না বহিরাগতরা।