করোনার প্রতিষেধক বিক্রির নামে 'প্রতারণা', পুলিশের জালে ওষুধ ব্যবসায়ী

Published : Mar 24, 2020, 02:18 AM ISTUpdated : Mar 24, 2020, 02:27 AM IST
করোনার প্রতিষেধক বিক্রির নামে 'প্রতারণা', পুলিশের জালে ওষুধ ব্যবসায়ী

সংক্ষিপ্ত

  করোনা আতঙ্কের মাঝে প্রতারণার  ফাঁদ পুলিশের জালে ওষুধ ব্যবসায়ী সিল করে দেওয়া হয়েছে দোকান বসিরহাটের ঘটনা 

করোনা আতঙ্কের মাঝেও প্রতারণার ফাঁদ! বসিরহাটে 'ভুয়ো প্রতিষেধক' বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক ব্যক্তি। তার দোকান সিল করে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: করোনা আতঙ্কে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, গাড়ি ও লরির সংঘর্ষে মৃত ৪

চিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে করোনা সংক্রমণে এখন কার্যত মৃত্যুপুরী ইটালি। মারণ ভাইরাস থাবা বসিয়েছে ভারতেও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও, ঘটছে প্রাণহানিও। কলকাতায় চারজনের শরীরের করোনা ভাইরাস হদিশ মিলেছিল। তাঁদের মধ্যে একজন আবার মারা গিয়েছেন সোমবার। বিকেল থেকে গোটা দেশে সঙ্গে লকডাউন লাগু হয়েছ কলকাতা-সহ রাজ্যেও। সতর্কতা ছাড়া এই ভাইরাসের হাত থেকে বাঁচার কোনও উপায় নেই। অন্তত তেমনটাই বলছেন। অথচ বসিরহাটে বাদুড়িয়ায় এক ওষুধ ব্যবসায়ী করোনা প্রতিষেধক ট্যাবলেট বিক্রি করছিলেন বলে অভিযোগ। সেই ট্যাবলেট কিনে প্রতারিত হয়েছেন অনেকেই। 

আরও পড়ুন: পাত্র-পাত্রী দু'জনই বিলেত ফেরত, পুলিশি হস্তক্ষেপে বাতিল বিয়ের অনুষ্ঠান

খবর পেয়ে সোমবার দুপুরে বাদুড়িয়ায় সলুয়া বাজারে অভিযান চালায় পুলিশ। হাতনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত ওষুধ ব্যবসায়ী সুজিত বিশ্বাস। দোকান তো সিল করে দিয়েছেনই, তদন্তকারীরা ৩৫৫টি জাল ট্যাবলেটও উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে। ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।    

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
'বাংলায় বাবরি মসজিদ হতে দেব না' উলুবেড়িয়া থেকে হুমায়ুনকে চরম বার্তা শুভেন্দুর