করোনা রোগী সৎকারের একমাত্র শ্মশানঘাট বন্ধ, বিপাকে বাসিন্দারা

  • বন্ধ বারাকপুরের রানী রাসমণি শ্মশানঘাট
  • চুল্লি খারাপ হয়ে পড়ায় বন্ধ করোনা রোগীদের সৎকার
  • রীতিমতো সমস্যায় মৃতদের পরিজনেরা
  • দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পৌরসভার

করোনাকালে কোভিড পজেটিভ মৃতদেহ সৎকারের জন্য একমাত্র ভরসা বারাকপুরের রানী রাসমনির শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটেই বারাকপুর,পলতা হাবরা, আমডাঙ্গা, অশোকনগর, বারাসাত, খড়দহ, পানিহাটির মতো বিভিন্ন এলাকা থেকে করোনায় মৃতদের পরিবার আসেন সৎকারের জন্য। 

Latest Videos

কিন্তু সমস্যা তৈরি হয়েছে ৭ই মে থেকে। বারাকপুর মিলিটারি বেস হসপিটাল থেকে এক রোগীর‌ মৃতদেহ সৎকারের জন্য এই শ্মশানে নিয়ে আসা হয়। মৃত রোগীর বুকে পেসমেকার বসানো ছিল, এই তথ্য অজানা ছিল শ্মশান কর্তৃপক্ষের। এমনকী সৎকার করতে আসা মৃতের আত্মীয়-পরিজনরাও বিষয়টি শ্মশানে উপস্থিত থাকা কর্মীদের জানাননি। চুল্লিতে মৃতদেহ ঢোকানো মাত্রই পেসমেকার ফেটে যায়। সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায় চুল্লিটি। 

তারপর থেকেই রানী রাসমণি ঘাট শ্মশানে মৃতদেহ সৎকার বন্ধ করে দেয় বারাকপুর পৌরসভা। এ বিষয়ে বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান করোনা পরিস্থিতিতে সৎকার বন্ধ করে দেওয়ায় রীতিমত সমস্যায় পড়েছেন মানুষ। তাঁদের সেই অসুবিধার কথা বিবেচনা করে পৌরসভা দ্রুত গতিতে কাজ করছে। আশা করা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে মানুষের জন্য পুনরায় চালু হবে বারাকপুরের রানী রাসমণি শ্মশানঘাট।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর