করোনাপরিস্থিতি মোকাবিলায় ভারতকে সাহায্য পাঠাবে আমেরিকা, টেলিফোন কলে মোদীকে আশ্বাস বাইডেনের

  • করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে মোদীকে ফোন বাইডেনের
  • দুই রাষ্ট্রনেতার মধ্যে সোমবার গভীররাতে একাধিক আলোচনা
  • করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের পাশে রয়েছে আমেরিকা
  • টেলিফোনিক আলাপচারিতায় বাইডেনের আশ্বাস মোদীকে

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ভারতের পাশে রয়েছে আমেরিকা। সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথোপকথন চলাকালীন এই আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যেই অনেকক্ষণ কথা হয়। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ যেভাবে বিশ্বকে গ্রাস করছে তাতে বাইডেন ও মোদী একযোগে উদ্বেগ প্রকাশ করেন। ভারতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ নেন বাইডেন। ভারতের বুকে অক্সিজেন সঙ্কটের কথা মার্কিন প্রেসিডেন্টের কানেও পৌঁছেছে। এছাড়াও করোনার ভ্যাকসিন নিয়ে যে একটা অপ্রতুলতা তৈরি হয়েছে তা নিয়েও মোদীর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 

প্রায় মিনিট পনেরো ধরে এই ফোনকলে মোদী এবং বাইডেন একে অপরের পাশে থাকার আশ্বাস দেন। এই ভয়ানত অতিমারিতে ভারত ও আমেরিকা যে কোনওভাবেই ভিন্ন লড়াই লড়ছে না তাতে সহমত পোষণ করেন দুই নেতা। পরে টুইটার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী জানান বাইডেনের সঙ্গে তাঁর আলোচনা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। যেভাবে বাইডেন ভারতের পাশে থাকার কথা বলেছেন তাতে মার্কিন প্রেসিডেন্ট নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেই অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। 

ভ্যাকসিনের কাঁচামাল সংগ্রহে আমেরিকা কীভাবে ভারতকে সাহায্য করতে পারে তা নিয়ে নাকি বাইডেনের সঙ্গে দীর্ঘ কথা হয়েছে বলেও টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী।  করোনাভাইরাসের ওষুধ তৈরির কাঁচামাল সরবরাহে প্রয়োজনীয় সাহায্য আমেরিকা দেবে বলেও জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিকে মোকাবিলা করাটা যে বিশ্বের কাছেই সামগ্রিকভাবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তা নিয়েও বাইডেন সহমত পোষণ করেছেন বলে টুইটে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

পরে হোয়াইট হাউস থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবিলায় একযোগে কাজ করার যে সিদ্ধান্ত নিয়েছেন সে কথা বিবৃতিতে উল্লেখ করা হয়। ভারতে করোনা আক্রান্তদের পাশে থাকার জন্য সবধরনের সাহায্যে বাইডেন যে প্রতিশ্রুতি দিয়েছেন তা হোয়াইট হাউস থেকে প্রকাশ করা এই বিবৃতে পরিস্কার করে জানানো হয়েছে। জরুরি চিকিৎসা পরিষেবায় আমেরিকা উল্লেখযোগ্য সাহায্য যে দিতে চলেছে তাও বিবৃতিতে জানানো হয়েছে। যারমধ্যে অক্সিজেনের সঙ্কট মোকাবিলায় অক্সিজেন সংক্রান্ত জিনিসপত্রের জোগান দেওয়া, টিকা তৈরির কাঁচামাল পাঠানো। মোদী ভারত ও আমেরিকার দীর্ঘ সুসম্পর্কের কথা বাইডেনকে স্মরণ করিয়েছেন বলেও জানানো হয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই ভারতের সঙ্গেই হাতে হাত মিলিয়ে আমেরিকা কাজ করবে বলেো নাকি জানিয়েছেন বাইডেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী এবং সমাজকে রক্ষা করার বিষয়েও নাকি একমত হয়েছেন বাইডেন ও মোদী।

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি