Live Covid 19: করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ, বিশেষ বার্তা RBI-এর গভর্নর শক্তিকান্ত দাসের

সংক্ষিপ্ত

দেশে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে। প্রথম তরঙ্গে তুলনায় অনেকটাই ভয়াবহ আকার নিয়েছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গোটা দেশে চাহিদা বেড়েছ অক্সিজেন আর করোনা টিনার। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক বৈঠক করছেন। 

02:41 PM (IST) May 05

জি-৭ সম্মেলনে করোনা আক্রান্ত ভারতীয় প্রতিনিধি

লন্ডনে অনুষ্ঠিত হতে চলা জি-৭ সামিটে অংশগ্রহণ করা ভারতীয় দুই প্রতিনিধি করোনা আক্রান্ত। ভারতীয় প্রতিনিধিরা সেল্ফ আইসোলেশনে রয়েছেন। বুধবার এই খবরের সত্যতা স্বীকার করেছে ব্রিটিশ সরকার

12:18 PM (IST) May 05

আইএনএস বিরাটের সাহায্য়ে সিঙ্গাপুর থেকে আসছে অক্সিজেন

করোনা মোকাবিলায় ভারতীয় নৌবাহিনী। নৌসেনার আইএনএসের বিরাটের সাহায্যে সিঙ্গাপুর থেকে আসছে ৩৬৫০ সিলিন্ডার অক্সিজেন। এছাড়াও আসছে ৮টি আইএসও ট্যাংক। বুধবার তথ্য দেয় সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশন

11:21 AM (IST) May 05

করোনা মোকাবিলায় ৫০ হাজার কোটির ফান্ড ঘোষণা আরবিআইয়ের

করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্য খাতে ব্যবহারের জন্য ৫০ হাজার কোটি টাকার তহবিল গঠন করার ঘোষণা। করোনা মোকাবিলায় রিজার্ভ ব্যাংকের বিশেষ পদক্ষেপ। আরবিআইয়ের ঘোষণা এই তহবিল ব্যবহার করা হবে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত। জানালেন রিজার্ভ ব্যাংকের গভর্ণর শক্তিকান্ত দাস

11:10 AM (IST) May 05

বাজারে সাড়া জাগাতে আরবিআইএর পদক্ষেপ

জিএসএপি-র অধীনে ৩৫ হাজার কোটি টাকা দেওয়া হবে।

11:07 AM (IST) May 05

স্বাস্থ্য ক্ষেত্রে ৫০ হাজার কোটিঃ শক্তিকান্ত দাস

স্বাস্থ্য ক্ষেত্রে ৫০ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা রিজার্ভ ব্যঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের। 

10:54 AM (IST) May 05

সামর্থ্যের সবটুকু দিয়ে দেশের জন্য কাজ করবে রিজার্ভ ব্যাংক

দেশের নাগরিকের জন্য নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে আরবিআই। দেশের অর্থনীতির ক্ষতি সামলাতে সবরকম পদক্ষেপ করা হবে। আশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্ণর শক্তিকান্ত দাসের। 

10:46 AM (IST) May 05

করোনা মোকাবিলায় পদক্ষেপ করবে রিজার্ভ ব্যাংক : শক্তিকান্ত দাস

করোনা মোকবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দেবে রিজার্ভ ব্যাংক। ছোট ছোট ফার্মের সঙ্গে মিলিতভাবে কাজ করবে রিজার্ভ ব্যাংক। সাংবাদিক সম্মেলনে জানালেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস

10:04 AM (IST) May 05

আরটি পিসিআর টেস্টে না আইসিএমআর-এর

বেশ কয়েরটি ক্ষেত্রে আরটি পিসিআর টেস্টে করতে নিষেধ করেছে আইসিএমআর। তবে এপর্যন্ত প্রায় ২৯ কোটি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। 

 

09:16 AM (IST) May 05

শক্তিকান্ত দাস বক্তব্য রাখবেন

করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ অব্যহত রয়েছে। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস বুধবার সকাল ১০টা বক্তব্য রাখবেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছে আরবিআই। তবে তিনি কী নিয়ে বক্তব্য রাখবেন তা জানায়নি।

09:03 AM (IST) May 05

'Covid' পজিটিভ দীপিকা পাড়ুকোন

করোনায় আক্রান্ত দীপিকা পাড়ুকোন।  ৪ মে দীপিকার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। মা এবং বোনের সঙ্গে হোম আইসোলেশনেই রয়েছেন দীপিকা। দীপিকার  পক্ষ থেকে কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

08:39 AM (IST) May 05

অক্সিজেন সিলিন্ডার নিয়ে এল এয়ারফোর্স

অক্সিজেন সিলিন্ডার নিয়ে এল ভারতীয় বিমান বাহিনী। 

07:58 AM (IST) May 05

রাজ্যে সংক্রমণের চিত্র

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে আক্রান্ত ১৭ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১০৩ জনের। 

07:56 AM (IST) May 05

দিল্লিতে অক্সিজেন এক্সপ্রেস

দিল্লিতে এল অক্সিজেন এক্সপ্রেস। মুম্বই, গুজরাট ঘুরে গ্রিন করিডোর দিয়েই এই এক্সপ্রেস ট্রেন এসেছে।