অনুশীলনে অজিরা যেন একেকজন আট বছরের মেয়ে! কেন এমন বললেন অধিনায়ক

  • অস্ট্রেলিয়ার অনুশীলনে আপাতত ক্রিকেটাররা আট বছরের মেয়ের মতো আচরণ করছেন।
  • আর রিকি পন্টিং যেন জাস্টিন বিবার।
  • এমনটাই জানালেন অধিনায়ক ফিঞ্চ।
  • বিষয়টা অস্বস্তির হলেও ভালো, বলছেন তিনি।

 

বিশ্বে ক্রিকেট কাঁপানো একেকজন অজি ক্রিকেটার, অথচ তাঁরাই নাকি এখন একেকজন আট বছরের বাচ্চা মেয়ের মতো হয়ে যাচ্ছেন। এমনই মহীমা প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ব্য়াটিং পরামর্শদাতা হিসেবে যুক্ত হওয়া রিকি পন্টিং-এর।

সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া-কে দেওয়া এক সাক্ষাতকারে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, দলের অনুশীলনে রিকি পন্টিং-কে দেখলে তাঁর বিখ্যাত কানাডিয়ান গায়কের কথাই মনে পড়ে যাচ্ছে। আর তার প্রতি বছর আটেকের মেয়েরা যেমন মন্ত্রমুগ্ধের মতো আচরণ করে পন্টিং-কে দেখলে অজি তারকারাও সেরকমই করছেন। ড্রেসিংরুম থেকে নেটে, পন্টিং-কে দেখলেই তাঁর নজর কাড়ার চেষ্টা করছেন ফিঞ্চের ছেলেরা।

Latest Videos

অজি অধিনায়ক বলছেন, ব্য়াপারটা বেশ লজ্জার, কিন্তু দলের স্বার্থে ভালো। বস্তুত, দীর্ঘদিন বাদে এখন অজি শিবিরে অত্যন্ত খুশির পরিবেশ রয়েছে। দল জয়ে ফিরেছে। অধিনায়ক ফিঞ্চ-সহ প্রত্যেক ব্য়াটসম্যানই ফর্মে রয়েছেন। এক বছর নির্বাসন কাটিয়ে ফেরা স্মিথ-ওয়ার্নারও এখন ফর্মের তুঙ্গে। তবে তিনি রান পাওয়ায় সতীর্থরা যেভাবে উল্লসিত হয়েছেন তা মুগ্ধ করেছে  ফিঞ্চকে।

ভারতের বিরুদ্ধে সিরিজে একটি ৯৩ রানের ইনিংস এসেছিল. তারপর পাকিস্তান সিরিজে পর পর তিনটি বড় রানের ইনিংস খেলেছেন। ফর্ম ফিরে পাওয়ায় দলের সতীর্থরা থেকে সমর্থকরা যেভাবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, তা দলের সুস্থ পরিবেশেরই পরিচয় দিয়েছে। অজি অধিনায়ক জানিয়েছেন, গত বছর দক্ষিণ আফ্রিকা সফর যে কলঙ্কের দাগ ফেলেছিল অজি ক্রিকেটে তা মুছে ফেলতে তারা প্রস্তুত। তার জন্য বিশ্বকাপ জয়ের থেকে ভালো আর কীই বা হতে পারে।

 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM