বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড! ম্যাচের আগে জেনে নিন দ্বৈরথের পরিসংখ্যান

দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে অভিযান শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডও জিতেই শুরু করেছে। বুধবার ওভালে মুখোমুখি তারা। পরিসংখ্যানে এগিয়ে কিউইরাই।

 

amartya lahiri | Published : Jun 5, 2019 11:24 AM IST

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপে অভিযান শুরু করেছে বাংলাদেশ। বিশ্বকাপের নবম ম্যাচ তথা নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার ওভালে সন্ধ্যা ছ'টায় তারা মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। অন্যদিকে নিউজিল্যান্ডও কিন্তু শ্রীলঙ্কাকে ১০ উইকেটে একপ্রকার উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে।

ওভালেই আগের ম্যাচে ৩৩০ রান তুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছিলেন মাশরাফি মোর্তাজারা। কাজেই সেই দিক থেকে তারা বাড়তি সুবিধা পাবেন। তবে পরিসংখ্যানে কিন্তু বাংলাদেশের থেকে অনেক এগিয়ে আছে কিউইরা।

সার্বিক ওডিআই পরিসংখ্যান
মোট ম্যাচ - ৩৪
বাংলাদেশ জয়ী - ২৪
নিউজিল্যান্ড জয়ী - ১০

শেষ দশ ম্যাচে -

বাংলাদেশ জয়ী - ২
নিউজিল্যান্ড জয়ী - ৮

কেইন উইলিয়ামসনের দল শেষবার বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-তে কিন্তু সাকিব ও মাহমুদুল্লার জোড়া শতরানে জয় পেয়েছিল বাংলাদেশ।

বিশ্বকাপ পরিসংখ্যান

১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে সাক্ষাত হয়েছিল বাংলাদেশ-নিউজিল্য়ান্ডের। তারপর ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালেও বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই দল। প্রতি ম্যাচেই আগে ব্যাটিং করেছে কিউইরা।

মোট ম্যাচ - ৪
বাংলাদেশ জয়ী - ০
নিউজিল্যান্ড জয়ী - ৪

Share this article
click me!