স্টোকস-এর কাছেই হার, তবু 'ঘরের ছেলে'কে বড় সম্মান কিউইদের! তালিকায় অধিনায়কও

বিশ্বকাপ ২০১৯-এর ফাইনালে বেন স্টোকস-এর কাছেই হেরেছে নিউজল্যান্ড। অথচ ক্রাইস্টচার্চেই জন্ম স্টোকস-এর। আর এইবার জন্মভূমি তাঁকে মনোনীত করল নিউজিল্যান্ডার অব দ্য ইয়ার পুরস্কারের জন্য। তালিকায় আছে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের নামও।  

 

বিশ্বকাপ ২০১৯-এর ফাইনালে বলতে গেলে প্রায় একার হাতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডকে জিতিয়েছেন বেন স্টোকস। ৮৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষ ওভার ও সুপার ওভারে তাঁর মারকাটারি ব্যাটিং-ই ম্য়াচের মোড় ঘুরিয়ে দেয়। ফলে স্টোকসের কাছেই পরাজিত হতে হয়েছে তাঁর জন্মভূমি নিউজিল্যান্ডকে। কিন্তু, তারপরেও জন্মভূমি থেকে তাঁর জন্য় আসতে পারে অনন্য সম্মান।

'নিউজিল্যান্ডার অব দ্য ইয়ার' বা বছরের সেরা নিউজিল্যান্ডার হিসেবে তাঁর নাম মনোনয়ন পেয়েছে। তালিকায় রয়েছে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনের নামও। তবে যাবতীয় আলোচনা নিউজিল্যান্ডকে পরাজয়ের হতাশা উপহার দেওয়া স্টোকস-কে ঘিরেই।

Latest Videos

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরেই জন্মেছিলেন স্টোকস। ১২ বছর বয়সে বাবার হাত ধরে ইংল্যান্ডে এসেছিলেন। তাঁর বাবা ইংল্যান্ডে রাগবি কোচিং করাতেন। পরে বাবা-মা দেশে ফিরে গেলেও স্টোকস ইংল্যান্ডেই থেকে যান।

'নিউজিল্যান্ডার অব দ্য ইয়ার' পুরস্কারের প্রধান বিচারক ক্য়ামেরন বেনেট জানিয়েছেন, স্টোকস ব্ল্যাকক্যাপস বাহিনীর হয়ে না খেললেও তাঁর জন্ম ক্রাইস্টচার্চে, তাঁর বাবা-মাও সেখানেই থাকেন। তাছাড়া তাঁর ধমণীতে বইছে 'মাউরি' রক্ত। তাই তাঁকে কিউইদের একজন বলতে কোনও বাধা নেই। তবে কিউই সংস্কৃতির প্রকৃত দূত হিসেবে তিনি কেইন উইলিয়ামসনের কথাই বলেছেন।

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি