ভুবির চোটের আপডেট - অধিনায়কের ঘোষণায় কিছুটা স্বস্তিতে ক্রিকেট মহল

  • বিশ্বকাপে রবিবার ভারত-পাক মহারণ
  • হ্যামস্ট্রিং-এ চোট পেয়ে মাঠ ছাড়েন ভুবনেশ্বর কুমার
  • বোর্ড জানিয়েছিল তাঁর পেশি শক্ত হয়ে গিয়েছে
  • বিরাট কোহলি জানিয়েছেন সামনের ২-৩ ম্যাচ বসতে হবে ভুবিকে। ২২তারিখ ভারতের সামনে আফগানিস্তান

 

amartya lahiri | Published : Jun 17, 2019 11:02 AM IST

রবিবার বিশ্বকাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৮৯ রানে হারিয়েছে ভারত। একই সঙ্গে বড় ধাক্কাও খেতে হয়েছে, দলের দুই নম্বর জোরে বোলার ভুবনেশ্বর কুমার চোট পাওয়ায়। অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের পরবর্তী সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ভুবনেশ্বরের আঘাত খুব গুরুতর কিছু নয়। দুই থেকে তিন ম্যাচ তিনি খেলতে পারবেন না। তবে তিনি যে টুর্নামেন্টে ফের খেলবেন, সেই বিষয়টাও স্পষ্ট করেছেন তিনি।  

রবিবার পাকিস্তান ম্য়াচে বল করতে এসে তিন ওভার করার আগেই হ্যামস্ট্রিং-এ টান ধরে খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে বাধ্য হন ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। কোহলি  ম্য়াচের পর জানিয়েছেন ফুটমার্কে পা পড়ে পিছলে গিয়েই বিপত্তি হয়। বিসিসিআই-এর মিডিয়া টিম জানিয়েছিল, ভুবনেশ্বরের বাঁপায়ের হ্যামস্ট্রিং পেশি শক্ত হয়ে গিয়েছে। পেশি শক্ত হয়ে গেলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে বেশ চিন্তায় পড়েছিল ক্রিকেট মহল।

পাকিস্তান ম্যাচে বুমরার সঙ্গে নতুন বলে খুব ভাল শুরু করেছিলেন ভুবি। ২.৪ ওভার বল করে মাত্র ৮ রান দেন। নিজের তৃতীয় ওভারের প্রথম ৪ বলের মধ্যে তিনবার পাক ব্য়াটসম্য়ান ইমাম উল হক-কে পরাস্ত করেছিলেন। ওভারের বাকি দুই বল করতে এসে প্রথম বলেই তাঁকে ফিরিয়ে দেন বিজয় শঙ্কর। ভারতের এর পরের ম্য়াচ অবশ্য ছয়দিন পরে। সাউদাম্পটনে আফগানিস্তানের মুখোমুখি হবেন বিরাটরা। ওই ম্যাচে ভুবির জায়গায় প্রথম এগারোয় খেলবেন মহম্মদ শামি।

 

Share this article
click me!