আনপ্রেডিক্টেবল দুই দলের খেলাই অনিশ্চিত, জারি হলুদ সতর্কতা! ক্ষোভের মুখে আইসিসি

  • চলতি বিশ্বকাপের সবচেয়ে অনিশ্চিত দুটি দল পাকিস্তান ও শ্রীলঙ্কা
  • একই রকম অনিশ্চয়তায় ভরা ইংল্যান্ডের আবহাওয়া
  • শুক্রবার ব্রিস্টলে অঝোরে বৃষ্টি হচ্ছে
  • রিজার্ভ ডে নেই বলে আইসিসির বিরুদ্ধে ক্ষুব্ধ সমর্থকরা

চলতি বিশ্বকাপের সবচেয়ে অনিশ্চিত দুটি দল বলা হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। পাকিস্তান দল তো বরাবরই অনিশ্চয়তায় ভরা। আর এইবার শ্রীলঙ্কাও অদ্ভূত ভেল্কি দেখাচ্ছে। প্রথম ম্যাচে ভরাডুবির পর, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সঙ্গে দারুণ বোলিং-এ জিতে নিয়েছে ম্য়াচটি। শুক্রবার এই দুই 'আনপ্রেডিক্টেবল' দলের খেলাও অনিশ্চিত হয়ে গেল।

রামমোহন রায়ের স্মৃতি মাখা ব্রিস্টল শহরে আচমকাই এদিন সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। অবস্থা এতটাই গুরুতর যে শহরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ম্যাচ শুরু করা তো অনেক পরের কথা, একঘন্টা পার হয়ে গেলেও এখনও টসও করা যায়নি। অবস্থা এতটাই খারাপ যে ম্য়াচ আদৌ শুরু করা যাবে কিনা তাই নিয়েই সংশয় রয়েছে। অনেকেই বলছেন যদি শেষ পর্যন্ত খেলা হয়ও, তাহলে সম্ভবত একদিনের বিশ্বকাপে প্রথম টি২০ ম্য়াচ দেখা যাবে।

Latest Videos

একমাত্র দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য বাড়তি দিন রাখা হয়েছে। কিন্তু রাউন্ড রবিন লিগের ম্যাচের জন্য কোনও বাড়তি দিন রাখা হয়নি। কাজেই এদিন যদি শেষ পর্যন্ত খেলা শুরু করা না যায় তাহলে ম্যাচটিই বাতিল হবে। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে দুই দলের মধ্যে।

ইংল্যান্ড ও ওয়েলস-এ গরমকালটা বেশ শুকনোই থাকবে আশা করা হয়েছিল। কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচে প্রভাব ফেলেছে বৃষ্টি। ম্যাচের সময় কমাতে হয়েছে, কমেছে ওভার সংখ্যা। মূল বিশঅবকাপ শুরুর আগে দুটি অনুশীলন ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।

ইংল্যান্ড ও ওয়েলস-এর আবহাওয়াও পাকিস্তান ক্রিকেট দলের মতোই অনিশ্চয়তায় ভরা। এমন জায়গায় বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগেও কেন বাড়তি দিন রাখা হল না তাই আইসিসির সমালোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে এখন থেকে সব ক্রিকেট মাঠেই প্রয়োজনে ছাদ ঢেকে দেওয়ার ব্যবস্তা করা উচিত কিনা তাই নিয়েও আলোচনা শুরু হয়েছে।

Share this article
click me!

Latest Videos

আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?