টসে জিতল টাইগাররা, আগে ব্যাট ক্যারিবিয়ানদের! কাদের গাড়ি আসবে ট্র্যাকে

Published : Jun 17, 2019, 02:56 PM IST
টসে জিতল টাইগাররা, আগে ব্যাট ক্যারিবিয়ানদের! কাদের গাড়ি আসবে ট্র্যাকে

সংক্ষিপ্ত

টন্টনে বিশ্বকাপ ২০১৯-এর ২৩ তম ম্যাচে টসে জিতল বাংলাদেশ ওয়েস্টইন্ডিজেকে আগে ব্যাট করতে ডাকল বাংলাদেশ দলে এলেন লিটন দাস ক্যারিবিয়ান দলে ব্রাভো

টন্টনে বিশ্বকাপ ২০১৯-এর ২৩ তম ম্যাচে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশী অধিনায়ক মাশরাফি মোর্তাজা। পিচে কিছু ঘাসের পরত রয়েছে। তাকে কাজে লাগাতে চান। এছাড়া রান তাড়া করার কৌশলেই তাঁদের দল বেশি স্বচ্ছন্দ বোধ করে। সেই কারণেই আগে বল করতে চান।

অপরদিকে ক্যারিবিয়ান অধিনায়ক জানিয়েছেন, পিচ বেশ ভাল রয়েছে। কাজেই প্রথমে ব্যাট করে দশ ওভার দেখে খেলতে পারলে বড় রান করার সুযোগ আসবে।

দুই দলেই এদিন একটি করে পরিবরর্তন হয়েছে। বাংলাদেশ দলে মহম্মদ মিঠুনের পরিবর্তে এসেছএন লিটন দাস। আর ওয়েস্টইন্ডিজ দলে বাদ পড়েছএন ব্রেথওয়েট। তাঁর বদলে এদিন খেলতচেন ড্যারেন ব্রাভো।

দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -

ওয়েস্টইন্ডিজ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, ওশেন থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লা, মোসাদ্দেক হোসেন, মহম্মদ সইফুদ্দিন, মেহেদি হাসান, মাশরাফি মোর্তাজা, মুস্তাফিজুর রহমান।

 

PREV
click me!

Recommended Stories

ICC ODI Ranking: কোহলিকে টপকে শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রোহিত কোথায়?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০: নাগপুরে ৪৮ রানে জয়, সিরিজের শুরুতেই ছন্দে অভিষেকরা