দলে বড় বদল, বিরাট ঘোষণায় মাঠে উল্লাস! টসে জিতে আগে ব্যাট করছে ইংল্যান্ড

Published : Jun 30, 2019, 02:51 PM IST
দলে বড় বদল, বিরাট ঘোষণায় মাঠে উল্লাস! টসে জিতে আগে ব্যাট করছে ইংল্যান্ড

সংক্ষিপ্ত

টসে জিতল ইংল্যান্ড আগে ব্যাট করার সিদ্ধান্ত নিল এদিন ভারতীয় দলে বিশ্বকাপ অভিষেক হচ্ছে ঋষভ পন্থের ইংল্যান্ড দলে হল দুটি বদল

টস পর্বেই হল এক বিরাট ঘোষণা। যা শুনতেই এজবাস্টনের মাঠ ফেটে পড়ল উল্লাসে। এদিন ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ অভিষেক হচ্ছে ঋষভ পন্থের। তাঁকে জায়গা করে দিতে বাইরে বসতে হচ্ছে বিজয় শঙ্কর। টসে অবশ্য জিতলেন ইংরেজ অধিনায়ক অইন মর্গান।

ইংরেজ দলেও হল দুটি পরিবর্তন। চোট সারিয়ে দলে ফিরলেন জেসন রয়। বাইরে গেলেন ভিন্স। আর মইন আলিকে বসিয়ে এদিন খেলানো হচ্ছে লিয়াম প্লাঙ্কেটকে।

দুই দলের এই দিনের প্রথম একাদশ

ভারত

রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা।

ইংল্যান্ড

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, অইন মর্গান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফ্রা আর্চার, মার্ক উড।

 

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত